সাতকানিয়া উপজেলার ১১ নম্বর কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ সওদাগর পাড়া সর্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে ডা. সুব্রত দেব সজীবকে সভাপতি, সাংবাদিক রনি কান্তি দেবকে সাধারণ সম্পাদক এবং ইমন দেবকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর বিকেলে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন কমিটি স্থানীয় সনাতনী সমাজের ঐক্য, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে কাজ করবে বলে জানানো হয়।
আর এইচ/