কক্সবাজারের চকরিয়া পৌরসভা যুবদলের আহবায়ক কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।রবিবার(৩১ আগষ্ট) বিকাল ৫ টার সময় চকরিয়া থানা রাস্তার মাথা সিস্টেম কমপ্লেক্সের সামনে সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে বিকাল ৪ টার সময় চকরিয়া পৌরসভা যুবদলের আহবায়ক এডভোকেট মনোর আলম সৌদি আরব থেকে উমরাহ শেষে চকরিয়া আসার সময় চকরিয়ান হারবাং ইনানী রিসোর্টে সদস্য সচিব জিয়া উদ্দিন বাবলু শতাধিক মোটরসাইকেল নিয়ে অবস্থান করে। সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে চকরিয়া থানা রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্সে আসলে পৌর যুবদলের নেতাকর্মীরা উপরোক্ত সংবর্ধনা দেন।
চকরিয়া পৌরসভা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করার সময় উক্ত কমিটির আহবায়ক এডভোকেট মনোর আলম উমরাহ হজ্ব পালন করার জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন। উমরাহর শেষে তিনি আজ চকরিয়া আসেন।
উল্লেখ্য, গত ২১ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ চকরিয়া পৌরসভা যুবদলের আহবায়ক কমিটির অনুমোদন দেন।