কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠন ও কলেজের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে এক প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় চকরিয়ার একটি অভিজাত রেস্টুরেন্টে প্রাক্তন শিক্ষার্থী এবং কবি ও লেখক এমডি ফরিদুল আলমের সভাপতিত্বে উপরোক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মুস্তাফা কাইছার, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান এবং চকরিয়া সরকারি কলেজের প্রভাষক মোঃ মাহফুজ আজম।
এছাড়া অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন (চকরিয়া সরকারি কলেজের সাবেক সিনিয়র রোভার মেট) আব্দুল মাবুদ, জুলফিকার আলী ভুট্টো, ফজলুল করিম, শওকত, আক্তারুল ইসলাম, রিদুয়ান হাফিজ, বেলাল উদ্দিন, সাজ্জাদ, হাবিবুর রহমান ও রুবায়েত প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ৪ অক্টোবর (শনিবার) বিকাল ৩টার সময় চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে হীরক জয়ন্তী উদযাপনের জন্য আহবায়ক কমিটি গঠন করা হবে। এ উপলক্ষে চকরিয়া সরকারি কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীদেরকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আর এইচ/