নতুন সম্ভাবনা ও অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো “চট্টগ্রাম জার্নাল ডট কম”। সংবাদপত্রের গতিশীল অঙ্গনে এক নতুন পদযাত্রার মাধ্যমে অনলাইন সাংবাদিকতায় বৈচিত্র্য আনতে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সম্পাদক ইব্রাহিম আনাচ এর দক্ষ সম্পাদনায় ও পরিচালনায় চট্টগ্রাম জার্নাল ডট কম-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে পাঠকের দোরগোড়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়ার মাধ্যমে চট্টগ্রাম জার্নাল ডট কম অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার আদর্শ মেনে এই অনলাইন নিউজ পোর্টাল দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় চট্টগ্রামের বিশিষ্ট মানবাধিকার সংস্থা সার্কের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, এপিপি তৌহিদ বারী, কুতুব উদ্দীন, চন্দন দাশ, শফিউল আজম জিপু, ইরফান রাজু সাংবাদিক জাহাঙ্গীর, প্রকোশলী কামরুজ্জামান, নুরুল ইসলাম টিটু, জোনায়েদ শিবলুসহ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আর এইচ/