হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট ব্রীজ সংলগ্ন এলাকা থেকে একটি অবৈধ বালুবোঝাই ট্রাক সহ মোঃ রাসেল ( ২২) নামের এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে ফরহাদাবাদ ইউনিয়নের হালদা নদী সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। বালুবোঝাই গাড়িটি পালাতে চাইলে ধাওয়া করে আটক করা হয়।পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আটককৃত মোঃ রাসেল সুয়াবিল এলাকার আবুল বশরের পুত্র।
এদিকে জিজ্ঞাসাবাদে আটককৃত রাসেল জানায়, তারা হালদা নদীর শাখা খাল ও পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন করে, তবে তাদের বালু তোলার কোন অনুমোদন নেই।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, জেলা প্রশাসক চট্টগ্রাম মহোদয়ের নির্দেশে হালদার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত রয়েছে।। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে সহযোগিতার জন্য সবাইকে অনুরোধ করা হয়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারকে বালু উত্তোলন বন্ধে নিয়মিত মনিটরিংয়ের জন্য বলা হয়েছে।