রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

মোবাইলে ‘এলাকার বাদশা’ পরিচয়ে ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি, গুম ও খুনের হুমকি

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

প্রায় এক মাস ধরে দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়ের অন্যতম স্থান সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজারে মোবাইল ফোনে ‘এলাকার বাদশা’ পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অজ্ঞাত দুর্বৃত্তদের অব্যাহত হুমকি-ধমকির মাধ্যমে চাঁদা দাবির ফলে সাধারণ ব্যবসায়ীরা আতঙ্কের দিন পর করছে । শুধু তাই নয়, দাবিকৃত চাঁদা না দেওয়ায় দু’টি দোকানে ইতোমধ্যে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ব্যবসায়ীরা থানায় ১২টি অভিযোগ ও ১টি জিডি দায়েরের ২০ দিনেরও বেশি সময় অতিক্রম হয়ে গেলেও দুর্বৃত্তকে গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ। ফলে নিজেদের জান-মাল রক্ষার্থে উৎকণ্ঠিত ব্যবসায়ীদের মধ্যে অনেকেই রাত জেগে দোকান পাহারা এবং মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন। অপরদিকে, এহেন পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবসায়ীদের মাইকিং করে ডাকা গতকালের (সোমবার) মানববন্ধন কর্মসূচি ৭দিনের মধ্যে দুর্বৃত্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে পুলিশের  আশ্বাসে স্থগিত করেছেন বলে ব্যবসায়ী নেতৃবৃন্দরা জানিয়েছেন। এর মধ্যে কোন বিহিত না হলে ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেন। 

কেরানীহাটের ভুক্তভোগী ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা জানান, গত অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে  রোববার (১৯নভেম্বর) পর্যন্ত প্রায় এক মাস ধরে উপজেলার কেরানীহাট বাজারের অন্তত ২৫ জনের অধিক মুদি ও অন্যান্য ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন সময়ে দু’টি মোবাইল ফোন (নম্বর ০১৬১৮৩০৬২৮৩ ও ০১৮৬৬৯১৬০৬৩) থেকে অজ্ঞাত দুর্বৃত্ত চাঁদা দাবি করে আসছে। চাঁদা দাবি করা ব্যক্তি নিজেকে ‘এলাকার বাদশা’ হিসেবে পরিচয় দিচ্ছেন। তার চাহিদা মত চাঁদা না দিলে বোমা মেরে দোকানে আগুনসহ প্রাণে মেরে ফেলার অব্যাহতভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এর পর থেকে অনেক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে রাত জেগে দোকান পাহারা ও আত্মগোপনে চলে গেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ৩০ অক্টোবর একটি মুদি দোকানে আগুন ও ১৫ নভেম্বর একটি ম্যাট্রেসের দোকানে বোমা সদৃশ্য জিনিস দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। পরবর্তীতে ওই দুর্বৃত্ত ফোন করে ক্ষতিগ্রস্ত দোকানিদের দাবিকৃত  টাকা না দেওয়ায় দোকানে আগুন দেওয়া হয়েছে বলে মোবাইল ফোনে ব্যবসায়ীদের স্বীকার করে। এ ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি ও ১২টি অভিযোগ দায়ের করেন। থানাকে জানানোর প্রায় একমাস হতে চললেও পুলিশ ওই দুর্বৃত্তকে আইনের আওতায় আনতে পারেনি। তবে, ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠকে আগামী ৭ দিনের মধ্যে দুর্বৃত্তকে গ্রেপ্তারের জন্য থানার ওসি আশ্বাস দেন বলে ব্যবসায়ী নেতৃবৃন্দরা  জানিয়েছেন।

থানায় জিডি দায়েরে করা কেরানিহাট বাজারের লাকি স্টোর নামে মুদি দোকানদার কবির আহমদ বলেন, ২৭ অক্টোবর সন্ধ্যার দিকে দোকানে বসে কাজ করছিলাম। হঠাৎ আমার ব্যবহৃত মোবাইল ফোনে অপরিচিত একটি মোবাইল নম্বর (০১৬১৮৩০৬২৮৩) থেকে ফোন দিয়ে বলে, ওই নম্বরে (নগদ করা আছে) ২০ হাজার টাকা দিতে হবে । তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে ‘এলাকার বাদশা’ পরিচয় দিয়ে কেরানীহাটে ব্যবসা করতে হলে তার কথা শুনতে ও মানতে হবে বলে জানায়।  আমি তার কথা শুনবো না বললে, সে আমাকে প্রাণে হত্যা, ব্যবসা করতে দিবে না, প্রতিষ্ঠানে আগুন এবং একা পেলে খুন করে লাশ গুম করবে বলে হুমকি-ধমকি দিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

থানায় অভিযোগকারী মামুনুর রশিদ নামে অপর মুদি দোকানদার বলেন, আমাকে ফোন করে দোকান জ্বালিয়ে দেওয়ার ভয় দেখানোর পর থেকে ৩ দিন ধরে ঘরে যাচ্ছিনা। নির্ঘুম রাতে দোকান পাহারা দিচ্ছি। থানায় অভিযোগ দিয়েছি, পুলিশ এখনও অপরাধীকে ধরতে পারেনি। শুধু আমি নয়, অনেক ব্যবসায়ী আতঙ্কের মধ্যে রয়েছে। এছাড়া আমার পরিবারের সদস্যরা আমাকে নিয়ে উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

শুধু কবির আহমদ ও মামুনুর রশিদ নয়, কেরানীহাটের কয়েক শতাধিক ব্যবসায়ী এভাবে আতঙ্কের মধ্যে দিন পার করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মুদি দোকানদার বলেন, আমাকে প্রতিদিন ২০ বারের অধিক একটি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। আতঙ্কে আমি মোবাইল বন্ধ করে অজ্ঞাতস্থানে আত্মগোপন করেছি।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ঘটনার পর থেকে অনেক ব্যবসায়ী আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। কেরানিহাট নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শহর মুল্লুক বলেন, মার্কেটের সব ব্যবসায়ীই চাঁদা দাবি করবে এমন আতঙ্কে  রয়েছে।

অপরদিকে অজ্ঞাত দুর্বৃত্তের ফোন করা নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জয়নাল আবেদীন বলেন, আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীকে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে বলেছিলাম। তবে পুলিশ ৭ দিন সময় চেয়েছে। প্রশাসনের দেওয়া সময় মেনে আমাদের মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচী আপাতত স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি কোন বিহিত না হয়  তাহলে, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচী দিতে ব্যবসায়ীরা বাধ্য হবে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোস্তফা কামাল খাঁন  বলেন, অপরাধীকে ধরার জন্য কাজ করছি। আশা করি শীঘ্রই একটি ভালো খবর পাবো। তবে, ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা বৈঠকে ৭ দিনের সময় ব্যবসায়ীরা চেয়েছেন বলে মন্তব্য করেন ওসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফয়’স লেক এলাকার হোটেলে অভিযান, গ্রেপ্তার ৪৩

চট্টগ্রাম মহানগরীর খুলশীর ফয়েজ লেক এলাকার ৫টি হোটেল থেকে...

চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় জবানবন্দি দিলেন আসামি রিপন দাশ

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি রিপন দাশ...

রাজপথে শাহাদাতের ওপর গড়ে ওঠা সংগঠন ছাত্রশিবির : শাহজাহান

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী বলেছেন রাজপথে...

খেলায় ছেলের সাথে বাকবিতন্ডা, ছুরিকাঘাতে মাকে খুন

পটিয়ায় ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  শিউলি...

রবিবার থেকে  বিআরটি করিডোরে এসি বাস সার্ভিস চালু 

আগামীকাল রবিবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে...

পাহাড়তলীতে দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হালিশহরের মোহাম্মদ...

আরও পড়ুন

খেলায় ছেলের সাথে বাকবিতন্ডা, ছুরিকাঘাতে মাকে খুন

পটিয়ায় ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  শিউলি আক্তার (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার...

পাহাড়তলীতে দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হালিশহরের মোহাম্মদ আলী গ্রুপের সঙ্গে পাহাড়তলীর জাবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নগরের পাহাড়তলী...

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।আজ শনিবার(১৪ ডিসেম্বর) সকালে...

বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

চট্টগ্রামের বোয়ালখালীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার...