Tuesday, 19 November 2024

মুক্তি পাচ্ছে চাকমা ভাষার চলচ্চিত্র ‘পোড়া কবাল্লে’

রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন হিলর ‘প্রোডাকশন’ এর ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০২৩ ইংরেজি নতুন বছরে নতুন চমক আসছে চাকমা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোড়া কবাল্লে’। আগামী ৬ জানুয়ারি সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট কক্ষে সকালে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচনের মাধ্যেমে এবং পরে ‘হিলর প্রোডাকশন’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘পোড়া কবাল্লে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি । এর বাংলা ভাষার অর্থ হলো পোড়া কপাল।

সংগঠনটির সূত্রমতে, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি আধিবাসীদের সামাজিক,সাংস্কৃতিক বিকাশ ও রক্ষার জন্য ২০১৭ সালে ‘হিলর প্রোডাকশন’ প্রতিষ্ঠা করেন তরুন চলচ্চিত্র নির্মাতা সুপ্রিয় চাকমা (শুভ)। চলচ্চিত্র নির্মাণ বাদেও তিনি দৈনিক বাংলা পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। এছাড়াও সুপ্রিয় চাকমা (শুভ) এর পরিচালিত দাভা টেঙা,স্ববনত তুই, চাগুরি, ম মনান হিঙিরী বুঝেম, মানেয় জনম, আক্কল,জিত্তোসহ ১৩টির অধিক চাকমা ভাষার চলচ্চিত্র নির্মাণ করে মুক্তি দেওয়া হয়েছে ‘হিলর প্রোডাকশন’-এর ইউটিউব চ্যানেলে। ২০২৩ সালে ৬ জানুয়ারিতে হিলর প্রোডাকশন সাংস্কৃতিক সংগঠনটির ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন বছরের নতুন চমক ‘পোড়া কবাল্লে’ চলচ্চিত্রটি মুক্তি দিচ্ছে সংগঠনটি।

চলচ্চিত্রটির নির্মাতা সুপ্রিয় চাকমা শুভ বলেন,‘হিলর প্রোডাকশন এর প্রযোজনায় ১৩টির অধিক চলচ্চিত্র নির্মাণ করে নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। আর এসব চলচ্চিত্র নিজ উদ্যোগে এবং নিজের টাকায় নির্মাণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি ধারা অনুযায়ী জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বড় বড় প্রতিষ্ঠান থেকে পৃষ্ঠপোষকতার কথা উল্লেখ থাকলেও তা আমরা কখনও এ সহযোগিতা পায়নি। সরকারি কিংবা বেসরকারিভাবে যদি পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি আদিবাসীদের জীবন,সমাজ,সংস্কৃতি নিয়ে ভিডিও চিত্র নির্মাণে পৃষ্ঠপোষকতা করা হতো তাহলে বাংলাদেশে আদিবাসীদের জীবনধারা আরো পরিবর্তন হতো।

তিনি আরও বলেন,‘এ চলচ্চিত্রে মদ (মাদক), চাকরি এ দুইটি বিষয় তুলে ধরা হয়েছে। মদ পান করে সংসারে ঝামেলা সৃষ্টি করেন নায়কের বাবা এলিন চাকমা। পরে এ যন্ত্রনা থেকে মুক্তি পেতে নায়কের মা আত্মহত্যা করেন। বাড়ি ছেড়ে চলে যায় নায়ক। অনেক প্রতিকূলতার মাঝে বড় হয়ে চাকরি না হওয়ার কারণে প্রেমিকাকে হারান নায়ক সুমন চাকমা। মাদক আর চাকরি বর্তমান সময়ে বিভিন্ন প্রতিকূলতা সৃষ্টি করে । আর এসব বিষয়গুলো চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে চাকমা ভাষার মাধ্যমে।

এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সুমন চাকমা, জেনি চাকমা, সাধন চাকমা, অমল চাকমা, সুদিপ্তা চাকমা,নিপা চাকমা ও এলিন চাকমা। অভিনয়নয় করা সাধন চাকমা বলেন,‘পার্বত্য চট্টগ্রামের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন হিলর প্রোডাকশনের মাধ্যেমে চাগুরী, পোড়া কবাল্লে ও স্ববনত তুই নামক তিনটি চাকমা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। সুপ্রিয় চাকমা আমাকে চলচ্চিত্র জগতে আনছেন। তাঁর নির্মিত চলচ্চিত্রে যদি অভিনয় করার সুযোগ করে না দিতেন তাহলে অভিনয় কি জিনিস আমি কোনদিনও অনুভব করতে পারতাম না।’

চরিত্রে অভিনয় করা নায়ক সুমন চাকমা ও নায়িকা জেনি চাকমার অনুভূতির প্রসঙ্গে তারা বলেন,‘মোড়ক উন্মোচনের মাধ্যেমে ‘পোড়া কবাল্লে’ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। যা আমাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ। নিজস্ব উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ ও ঐতিহ্য তুলে ধরে এ পর্যন্ত সুপ্রিয় দাদার বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি হয়েছে। এবারের সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে চাকমা ভাষার চলচ্চিত্র পোড়া কবাল্লে। আমরা আশা রাখি এ চলচ্চিত্রটিও দর্শকের ভালো লাগবে।’

সর্বশেষ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীর উত্তরা থেকে সাবেক...

শহীদদের নামে নামকরণ হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের: তারেক রহমান

বিএনপি সরকার গঠনে সক্ষম হলে দেশের বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয়...

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ নির্ধারণ করে অধ্যাদেশ...

একাডেমিক কাজ বাদ দিয়ে  দলাদলি করা উচিত নয়

একাডেমিক কাজ বাদ দিয়ে শিক্ষকদের দলাদলি করা উচিত নয়...

বান্দরবানে মিয়ানমারের ৫৬ নাগরিকের অনুপ্রবেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের...

৪৬তম বিসিএসের ফল পুনরায় দেওয়ার সিদ্ধান্ত নিল পিএসসি

৪৬তম বিসিএসের ফল আবার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম...

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সঙ্গে গাছের ধাক্কায় চিত্রনায়ক রুবেলসহ তিনজন আহত হয়েছেন।আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলা সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনায়...

তারকাবহুল ধারাবাহিক ‘হাউজ হাজবেন্ড’ 

পারিবারিক ও কমেডি ঘরানার গল্পে জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান একঝাঁক তারকা নিয়ে নির্মাণ করেছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাউজ হাজবেন্ড’। পরিবারের বিভিন্ন টালবাহানা নিয়ে ধারাবাহিকটির...

কমলার হালুয়া যেভাবে বানাবেন, দেখে নিন

কমলালেবু খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে মেলা ভার। স্বাদে তো বটেই, কমলালেবুতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন সি। স্বাদে বৈচিত্র্য আনতে মিষ্টি এবং রসালো ফলটি...

সাজেক পর্যটন কেন্দ্র খুলছে আজ 

দীর্ঘ এক মাস ১২ দিন পর আজ  মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলছে খাগড়াছড়ি ও সাজেকে পর্যটন কেন্দ্রগুলো।গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা...