রাউজানে মৃত্যুর আটমাস পর আদালতের নির্দেশে কবর থেকে মোহাম্মদ জুবাইর নামের ১ বছর ৪ মাস বয়সী এক শিশুর লাশ উত্তোলন করা হয়েছে।
শনিবার ২৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের ইউনুছিয়া মাদ্রাসার সামনের পুকুরের পুর্ব পােশর কবরস্থানের কবর খনন করে এই শিশুর লাশ উত্তোলন করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেনের উপস্থিথিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আব্দুল মজিদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের এ রাশ উত্তোলন করে ।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আব্দুল মজিদ জানান, কবর থেকে উত্তোলন করা লাশটি এক শিশুর। শিশুটির নাম মোহাম্মদ জুবাইর তার বয়স ১ বছর ৪ মাস। গত বছরের ঈদুল ফিতরের দিনে ঔ শিশুর লাশটি কবরস্থানে দাফন করা হয়।শিশুর পিতা মোহাম্মদ ফকরুদ্দীন শিশু জুবাইরকে হত্যা করে বলে শিশু জুবাইরের মাতা শামশুন নাহার লাশ দাফনের তিন মাস পর আদালতে মামলা দায়ের করেন। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের হাতে তদন্তের জন্যে আদালত থেকে প্রেরন করেন। আদালতের নির্দেশে শিশু জুবাইরের লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য নির্দেশ দেওয়ার পর আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশু জুবাইরের পিতা ফকরুদ্দীন অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছে। শিশু জুবাইরের মা শামশুন নাহারের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা গ্রামে। জুবাইরের পিতা ফকরুদ্দীনের বাড়ি চট্টগ্রাম জেলার মীরশরাই উপজেলার দারোগা হাট এলাকায়। ফকরুদ্দীন শামশুন নাহার কে বিয়ে করে রাউজান উপজেলা উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকার হাজী শফির ভাড়া বাসায় বসবাস করার সময়ে গত আট মাস পুর্বে জুবাইরের মৃত্যু হলে তাকে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করে।
শামশুন নাহার অভিযোগ করে বলেন , তার শিশু সন্তান জুবাইর কে ফকরুদ্দীন হত্যা করে আমাকে ভয় ভীতি দেখিয়ে জুবাইর অসুস্থ হয়ে মারা গেছে বলে প্রচার করে। আমি ভয়ে নিরবতা পালন করি। ফখর উদ্দিন জোবায়ের অসুস্থ হয়ে মারা যায় বলে স্থানীয় বাসিন্দাদের বলে , গত বছরের ঈদুল ফিতরের দিনে বাসার পাশে কবরস্থানে দাফন করেন । পরবর্তী আমার শিশু সন্তানকে স্বামী হত্যা করার অভিযোগ করে আদালতে মামলা দায়ের করি ।