ফটিকছড়িতে এক মাসের ব্যবধানে ফের গরু চুরির খবর পাওয়া গেছে। ২৩ ডিসেম্বর রাতে উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তাহের মাহমুদ চৌধুরী বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
এ নিয়ে ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থরা।
জানা যায়, বৃহস্পতিবার রাতের আঁধারে গোয়াল ঘরে বাঁধা অবস্থা থেকে স্থানীয় কৃষক শফির ২ টি এবং এতিমের একটি গাভী গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।
ক্ষতিগ্রস্থ কৃষক শফি ক্ষোভ প্রকাশ করে বলেন, থানায় অভিযোগ দিয়ে লাভ কি। অতীতের গরু চুরির ঘটনায় দেখা গেছে পুলিশ এসে স্থান পরিদর্শন ছাড়া কিছুই করতে পারেনি।
জানতে চাইলে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সম্প্রতি চোর চক্রের কয়েকজনকে আটক করা হয়েছে। এ এলাকায় পূর্বে স্ংঘটিত গরু চুরির ঘটনাসহ সবকিছু মাথায় রেখে পুলিশ কাজ করছে। আশা করছি খুব শীঘ্রই মূল হোতাদের আটক করতে সক্ষম হবো।
এদিকে, এলাকায় একের পর এক গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষক ও খামারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে অনেকে গরু পালনে আনীহা দেখাচ্ছে। আবার অনেককে দল বেঁধে রাত জেগে গরু পাহারা দিতে দেখা যাচ্ছে।