চট্টগ্রামের ইপিজেড লেবার কলোনিতে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছেন। নিহত যুবকের নাম আবদুর রহিম।
শনিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির সময় ছুরিকাঘাতে আহত হন ওই যুবক। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবিরুল ইসলাম ।