নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ কলোনি বিহারি মসজিদ মাদ্রাসার হেফাজত খানায় বাবুর্চির বলাৎকারের শিকার হয়েছেন ৮ বছর বয়সী এক ছাত্র। এ ঘটনায় অভিযুক্ত বাবুর্চিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি তদন্ত সাদেকুর রহমান চট্টগ্রাম নিউজকে জানান, শনিবার রাতে নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ কলোনি বিহারি মসজিদের মাদ্রাসার বাবুর্চি ৮ বছরের বয়সী এক ছাত্রকে ছাদে নিয়ে গিয়ে বলাৎকার করার সময় হাতেনাতে ধরা পড়লে আশপাশের লোকজন বায়োজিদ থানায় জানায়। পরে পুলিশ এসে অভিযুক্ত বাবুর্চিকে গ্রেফতার করে।
বর্তমানে মাদ্রাসা ছাত্র চমেক হাসপাতালে ভর্তি আছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।