এসএ গেমস ও এশিয়া কাপ হকির জন্য ২০ সদস্যের দল চূড়ান্ত স্কোয়াড করেছে এসএ গেমস বাংলাদেশ হকি ফেডারেশন। এসএ গেমসের বাছাই অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে ও এশিয়া কাপ হকি আগামী মাসের তৃতীয় সপ্তাহে।
দুই টুর্নামেন্টের জন্য পৃথক দুই অধিনায়ক নির্বাচিত করে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ফেডারেশন। এশিয়া কাপে খোরশেদুর রহমান অধিনায়ক ও ফজলে হোসেন রাব্বি সহ অধিনায়ক, এশিয়ান গেমসে রেজাউল করিম বাবু অধিনায়ক ও মিলন সহকারী অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
দুই টুর্নামেন্টে দুই জন খেলোয়াড় স্ট্যান্ডবাই থাকবে। স্ট্যান্ডবাই ২ জন কারা হবেন সেটা ঠিক হবে আরো কিছু দিন পর। ৩ মে দল ব্যাংকক যাবে। এর আগে স্ট্যান্ডবাই নির্ধারণ হবে।’ এশিয়ান গেমসের জন্য ম্যানেজার হিসেবে নির্বাহী কমিটির সভায় তারেক আদেলের নাম মনোনীত হয়েছিল। পরবর্তীতে তাকে দায়িত্ব পালনে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। ফলে ব্যাংককে বাংলাদেশ দল যাচ্ছে ম্যানেজার ছাড়াই।
সহকারী ম্যানেজারের দায়িত্ব পালন করবেন তৌফিকুর রহমান রতন, জাহিদ হোসেন জাজ ও আলী খান আম্পায়ার। এশিয়া কাপের জন্য ম্যানেজার ইউসুফ আলী, সহকারী ম্যানেজার হারুন রশীদ রিংকু, আম্পায়ার সেলিম লাকী। দুই টুর্নামেন্টেই টিম লিডার হিসেবে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন রাফিউল হক। উভয় টুর্নামেন্টে কোচ গোপীনাথান, সহকারী কোচ জহিরুল হক মিতুল। কাপের বাংলাদেশ হকি দল চূড়ান্ত।