শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। পরিবর্তনের হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হোসেন পাপন গা ঢাকিয়ে থাকায় নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। তবে বিসিবির সর্বোচ্চ পদে পরিবর্তন আসলেও কাজের গতি খুব একটা নেই।
তাই বিসিবির কার্যক্রম যে কোনোরকমে চলছে তা স্বীকার করে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনের পূর্তি উপলক্ষ্যে ক্রীড়াঙ্গনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেছেন, ‘যখন দায়িত্ব নিই, তখন বিসিবির লোকজনকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে। এছাড়া প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিতে প্রতিবছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেওয়া হবে।
কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে। তবে ফুটবলসহ বেশ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত। তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। এটা ঠিক যে বিসিবি জোড়াতালি দিয়ে চলছে।বিসিবিতে নতুন পরিচালক নিতে হবে।’
ফেডারেশনগুলোর পুর্নগঠন নিয়ে আসিফ মাহমুদ বলেছেন, ‘বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে স্থবিরতা আছে, সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমরা ফেডারেশনগুলোকে প্রতি বছরের হিসাব দিতে বলেছি। আপনারা (সাংবাদিকেরা) ফেডারেশনগুলোকে এই বিষয়ে জিজ্ঞেস করতে পারেন।
স্টেডিয়ামের সংস্কারের দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন আসিফ আহমুদ। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘স্টেডিয়ামগুলো সরকারে অধীনে। তাই এর রক্ষণাবেক্ষণ ও সংস্কার আমাদের দায়িত্ব বলে মনে করি। ক্রিকেট বোর্ডের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের দেনা পাওনার বিষয় থাকলে সেটি আমরা আলাদাভাবে দেখব।’