সোমবার, ১৭ মার্চ ২০২৫

ইমরুল কায়েসের ‘ফুল এনার্জি’ টি-টোয়েন্টি আর ওয়ানডেতে

খেলাধুলা ডেস্ক

প্রায় দুই দশকের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস। লাল বলের ক্রিকেটে নিজের শেষ ম্যাচে ইচ্ছা করেও হাসি মুখে মাঠ ছাড়তে পারেননি তিনি। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মিরপুরে অনুষ্ঠিত বিদায়ী ম্যাচে খুলনা বিভাগকে ঢাকার কাছে ৯ উইকেটে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়েন এই অভিজ্ঞ ওপেনার।

তবে বিদায়ের এই দিনেও ইমরুল দেখালেন তাঁর খেলা ভালোবাসা। দলের হার নিশ্চিত হওয়ার আগ মুহূর্তে বল হাতে তুলে নিয়ে যেন একবার নিজেকে ভিন্ন ভূমিকায় দেখতে চাইলেন। মজার বিষয়, ঢাকার জয়সূচক রানটাও এসেছে তাঁর বোলিং থেকেই।

কেন বিদায়?
সংবাদ সম্মেলনে নিজের বিদায় নিয়ে কথা বললেন ইমরুল। জানালেন, দীর্ঘ সংস্করণের ক্রিকেটের জন্য নিজের ফিটনেস ও মানসিক শক্তি আর আগের মতো নেই। তবে সীমিত ওভারের ক্রিকেটে এখনও পূর্ণ শক্তি দিয়ে খেলার আত্মবিশ্বাস রয়েছে। ইমরুল বলেন,
“চার দিনের ম্যাচ খেলার জন্য যে পরিমাণ শক্তি ও দৃঢ় মনোবল থাকতে হয়, তা এখন আর নেই। আমার মনে হয়েছে, তরুণদের সঙ্গে তাল মিলিয়ে যদি না পারি, তাহলে নিজেকে ছোট মনে হয়। কিন্তু সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে একদিনেই খেলা শেষ হয়ে যায়। এখানে ফুল এনার্জি দেওয়া সম্ভব।”

৩৯টি টেস্ট খেলা এই ওপেনারের মতে, সম্মানের সঙ্গে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়াই ছিল সবচেয়ে ভালো। তিনি আরও বলেন,
“আমাকে অনেকেই বলেছিলেন, আরও ২ বছর খেলতে। কিন্তু আমি জানি, এরপর তারাই হয়তো বলত, ‘আপনি কবে খেলা ছাড়বেন?’ সম্মান থাকা অবস্থাতেই সরে দাঁড়ানোর বোধশক্তি থাকাটা খুব গুরুত্বপূর্ণ।”

স্মৃতিময় ক্যারিয়ার
বাংলাদেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১৩১ ম্যাচ খেলেছেন ইমরুল। তাঁর সেরা অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম উল্লেখ করেছেন, আর সেরা উদ্বোধনী সঙ্গী হিসেবে তামিম ইকবালকে। ২০১৪-১৭ সালে চন্ডিকা হাথুরুসিংহের কোচিং থেকে শেখা বিভিন্ন দিকের কথাও স্মরণ করেছেন তিনি।

অস্ট্রেলিয়ায় ভবিষ্যতের স্বপ্ন
ইমরুলের পরিবার এখন অস্ট্রেলিয়ায় থাকে। ভবিষ্যতে সেখানে ক্রিকেট একাডেমি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। একই সঙ্গে অস্ট্রেলিয়ার কোচদের সঙ্গে কাজ করে নিজের ক্রিকেট-জ্ঞান বাড়াতে চান। সুযোগ পেলে বাংলাদেশের ক্রিকেটেও ভবিষ্যতে অবদান রাখার ইচ্ছা পোষণ করেছেন।

ইমরুল কায়েসের টেস্ট থেকে বিদায় তাঁর ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। তবে সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে আরও কিছুদিন দেখতে চায় তাঁর ভক্তরা। দেশের ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে নবজাতক হত্যার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়াকে বকশিশ না দেওয়ায় অক্সিজেন...

নারী সংক্রান্ত ঘটনা রূপ নেয় দু’পক্ষের মারামারিতে ; নিয়ন্ত্রণে পুলিশ

চট্টগ্রামে আনোয়ারায় নারী সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ১৪ দিনের রিমান্ডে

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ১৪...

জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বৈষম্য বিরোধী প্লাটফর্ম কাজ করবে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতারা বলেছেন,...

চীনের সৌর প্যানেল জায়ান্ট ‘লংগি’ বাংলাদেশে বিনিয়োগ করবে : চীনা রাষ্ট্রদূত

বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান ‘লংগি’ বাংলাদেশে অফিস...

এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে গ্রহণের ব্যবস্থা করতে হবে: শিক্ষা উপদেষ্টা  

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার বলেছেন, ২০২৫...

আরও পড়ুন

গণমাধ্যমের সংকট কাটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রিয়াজ হায়দার চৌধুরী

গণমাধ্যমের সংকট কাটাতে সবাই যাতে ঐক্যবদ্ধ থেকে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি...

সাংবাদিকদের বর্তমানে দায়-দায়িত্ব অনেক বেশি: আবু তাহের

বিশিষ্ট উদ্যোক্তা ও চট্টগ্রাম নিউজের পরিচালনা সম্পাদক আলহাজ্ব আবু তাহের বলেন, মাহে রমজান মুমিনদের আত্মগঠন ও প্রশিক্ষণের জন্য এক অনন্য চির বিপ্লবের সেরা মাস।...

৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ এর উদ্বোধন 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর  শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ মার্চ সকাল ৯টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা ক্রীড়া...

গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি বর্তমানে দেশ চালাচ্ছে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি বর্তমানে দেশ চালাচ্ছে। কারণ এই সরকার হচ্ছে অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে গঠিত সরকার।তিনি বলেন,...