২০২০ সালের অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বাংলাদেশে। তবে করোনা মহামারির প্রকোপে এক বছরের জন্য স্থগিত করা হয়েছিলো টুর্নামেন্ট। নতুন করে ধার্যকৃত সময় ২০২১ সালের ডিসেম্বরেও হয় নাই টুর্নামেন্ট।
নতুন সূচিতে আবার চলতি বছর নারী বয়সভিত্তিক দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষমেশ বাংলাদেশ আর তার আয়োজক হতে পারছে না। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের নতুন আয়োজক ঘোষণা করা হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
আইসিসির এই টুর্নামেন্টের ভেন্যু স্থানান্তরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘প্রথম প্রমীলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ করার ব্যাপারে আমরা আগ্রহী ছিলাম। সেই দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয়া হয়েছিল। ২০২০ সালে হওয়ার কথা, কিন্তু করোনার কারণে আসর পিছিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে আইসিসি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিলো, আমরা আমাদের আগ্রহের কথা জানিয়েছিলাম। কিন্তু আমাদের এফটিপি কমিটমেন্ট থাকায় আমরা কোনো ম্যাচ ঢাকায় আয়োজন করতে পারছি না। যেহেতু ঢাকার বাইরে করতে হচ্ছে, তাই বাজেট অনুযায়ী করা কঠিন। সার্বিক বিষয় বিবেচনা করে দক্ষিণ আফ্রিকাকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়েছে।’