বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১০ সদস্যের জামিন মঞ্জুর করেছেন। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন শুনানি শেষে এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, বান্দরবানের থানচি থানায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দায়ের করা একটি মামলায় জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। মামলায় ১৩ জনের জামিন আবেদন করা হলেও এর মধ্যে তিনজন হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান। বাকি ১০ জনের জামিন আবেদন গ্রহণ করেন জেলা ও দায়রা জজ আদালত।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর চারটি মামলায় জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩২ সদস্যের জামিন মঞ্জুর করা হয়। তবে পরের দিন আদালত সেই জামিন বাতিল করেছিলেন।
জঙ্গি তৎপরতা ও সশস্ত্র প্রশিক্ষণের অভিযোগে গত বছর বান্দরবানের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে র্যাব ও গোয়েন্দা পুলিশ জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার বেশ কয়েকজন সদস্যকে আটক করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নিয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিল তারা।
আটক সদস্যদের মধ্যে থানচি থেকে ২১ জন, রুমা থেকে চারজন, নাইক্ষ্যংছড়ি থেকে দুজন, এবং বান্দরবান সদর থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা দায়ের করা হয়।
জামিন প্রাপ্তদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আদালতের সিদ্ধান্ত নিয়ে আপিল করা হবে কিনা, সে বিষয়েও পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ।