বিশ্বজুড়ে চলছে বৈরী পরিস্থিতি। চারপাশে ক্রমশ বাড়ছে হিংস্রতা। মানবিকতা হারিয়ে মানুষ হয়ে উঠছে অমানবিক। আর এমন অস্থির সময়ে শান্তির সন্ধানে ভেসে বেড়াক সুরের মূর্ছনা, গানে গানে উচ্চারিত হোক শান্তির বারতা। এই মহৎ উদ্দেশ্যে ‘আনন্দধ্বনি’ র আয়োজনে দিনব্যাপী বিশ্ব সংগীত দিবস উদযাপিত হয় অনলাইনে;আনন্দধ্বনির ফেইসবুক পেইজে।
সূচনাকালে সবাইকে বিশ্ব সংগীত দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান আনন্দধ্বনির সদস্যরা,সংক্ষেপে তুলে ধরেন বিশ্ব সংগীত দিবসের ইতিহাস।
ফরাসী ভাষায় “Fete de la musiqe” – আর বাংলায় “বিশ্ব সংগীত”। ইংরেজিতে ” World Music Day “। ২১ জুন পালিত হয় “বিশ্ব সংগীত দিবস”। বহুবছর ধরেই এই দিনে ঐতিহ্যবাহী মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করে আসছে ফ্রান্স। এই ভাবে, ১৯৮২ সালে এসে এ Festival “World Music Day”-তে রূপ নেয় । “গান হতে হবে মুক্ত সংশয়হীন” – এই স্লোগানকে সামনে রেখেই বিশ্বের ১১০টি দেশ যোগ দেয় এই আন্দোলনে। ১৯ বছরের পথ পরিক্রমায় আন্তর্জাতিক মাত্রা পায় এটি। আর বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয়ভাবে স্ব-স্ব দেশের শিল্পীরা আজকের দিনে অর্থাৎ ২১ তারিখে পালন করে “World Music Day”। বিশ্ব সংগীত দিবসের এই আয়োজনে আজ ছিল আনন্দধ্বনি’র শিল্পীদের সমবেত সংগীত, একক সংগীত ও নৃত্য।
সেই সাথে তাঁরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন “আনন্দধ্বনি’র রূপস্রষ্টা, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ও গুরু পন্ডিত মিহির কুমার নন্দীকে। সে সঙ্গে এই করোনা কালে দেশে বহু গুণী, সুধীজন, মহান মানুষদের আমরা হারিয়েছি, তাঁদের প্রতি রইলো গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন।
দিনব্যাপী আনন্দধ্বনি’র আয়োজনজুড়ে ছিল আনন্দধ্বনি’র শিল্পীদের সমবেত সংগীত ও একক সংগীত পরিবেশনা। প্রদীপ দাশ, বনানী দত্ত, কান্তা দে ও কেশব জিপসীর গানের পাশাপাশি, ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্টের শিল্পীদের পরিবেশনায় ছিল বিশেষ নৃত্যানুষ্ঠান।
নৃত্য পরিচালনা করেন বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী প্রমা অবন্তী। পরিবেশনা করেন ‘ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের’ জৈষ্ঠ শিল্পী রাতন্বী দাশ, জয়িতা দত্ত, নিবিড় দাশ গুপ্তা, তূষি ভট্টাচার্য,রিয়া বড়ুয়া,আফসানা ইকবাল হিয়া।
সবশেষে তারা বলেন– ‘যদি একটু আনন্দ দিতে পারি, যদি গানের মধ্য দিয়ে মানবিক সত্ত্বাকে বিকশিত করতে পারি তাহলে আমাদের এ আয়োজন সার্থক হবে।
আমরাও বিশ্বাস করি, সংগীত পারে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ, সুন্দর কল্যাণ বোধ জাগ্রত করতে।আগামী আয়োজনেও সকলে পাশে থাকবেন।’