খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট ) সকাল থেকে দিনব্যাপী পানছড়ি উপজেলার প্রত্যন্ত তারাবন ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাগড়াছড়ি সদর জোন ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স মানবিক এ কার্যক্রমের আয়োজন করে।
এতে ৩ শতাধিক পাহাড়ী জাতিগোষ্ঠীর নানা বয়সী লোকজন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাকিবুল ইসলাম ও সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ও শান্তি, শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি আর্তসামাজিক উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আর এইচ/