কর্ণফুলীতে ঐতিহ্যবাহী সাম্পান বাইচ প্রতিযোগিতার ১৯তম আসরে প্রথম হয়েছেন ইছানগরের ইউসুফ মাঝি ও তাঁর দল । দ্বিতীয় হয়েছেন বোয়ালখালীর মো. রনি। তৃতীয় স্থান লাভ করেন চরপাথরঘাটার মো. তারেক ।
রোববার বিকালে কর্ণফুলী নদীর ফিরিঙ্গি বাজার ঘাট থেকে শুরু হয়ে চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকায় গিয়ে শেষ হয় প্রতিযোগিতা। আয়োজনটি ছিল ‘ আব্বাস কনস্ট্রাকশন সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা ১৪৩২’-এর অংশ।
প্রতিযোগিতায় কর্ণফুলীসহ আশপাশের উপজেলার ১১টি দল অংশ নেয়। প্রতিটি সাম্পানে ছিলেন ৯ জন মাঝি। উত্তরের অভয়মিত্র ঘাট থেকে দক্ষিণের চরপাথরঘাটা ঘাট পর্যন্ত মাঝিরা দণ্ড বেয়ে গন্তব্যে পৌঁছান। বিকেল থেকে দুই পাড়ে হাজারো দর্শক নদীর পাড়ে জড়ো হন। অনেকেই নৌকা ভাড়া করে মাঝনদী থেকে বাইচ উপভোগ করেন। কিশোর-তরুণেরা নৌযানে সাউন্ডবক্স বাজিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাসের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া।
চরপাথরঘাটা সিডিএ মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। তিনি বলেন, “কর্ণফুলী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে। নদী দখল ও দূষণ বন্ধে আমাদের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।” যাত্রী পারাপারে নৌকা ভাড়া, ঘাট ইজারা নিয়ে যে সমস্যা রয়েছে তা বৈঠকের মাধ্যমে অচিরেই সমাধান করা হবে।
তিনি আরো বলেন , এই কর্ণফুলীতে প্রতিদিন শতশত টন বর্জ্য ফেলা হচ্ছে। যার কারণে কর্ণফুলী হারাচ্ছে তার রূপ। পানি হচ্ছে দূষিত। কর্ণফুলী বাঁচাতে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন চৌধুরী,সাম্পান খেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি মেলা উদযাপন পরিষদ এর চেয়ারম্যান ও চুয়েট এর সাবেক উপাচার্য অধ্যাপক মোজাম্মেল হক, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক, জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির মনিরুল আবছার, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জোবায়েরুল আলম মানিক।
বক্তারা বলেন, “কর্ণফুলী নদী রক্ষা ও চট্টগ্রামের ঐতিহ্য ধরে রাখতে সাম্পান বাইচ একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগে পরিণত হয়েছে। কর্ণফুলী নদীর অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ বন্ধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সিটি করপোরেশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই তিন দিনের আব্বাস কনস্ট্রাকশন সাম্পান খেলা ও চাটগাঁইয়া মেলার সমাপ্তি ঘটে রোববারের প্রতিযোগিতার মধ্য দিয়ে।
আর এইচ/