আল্লাহ ও রাসুলের প্রেমে অশ্রুসিক্ত নয়নে, ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে দাওয়াতে ইসলামীর চট্টগ্রাম বিভাগীয় তিন দিনের ইজতেমার পর্দা নামে। জুমার নামাজের পর অনুষ্ঠিত হৃদয়বিদারক আখেরি মোনাজাতে লাখো মুসল্লির চোখে নেমে আসে অশ্রুবারি।
ইজতেমার শেষ দিনে ইসলামের নবজাগরণ ঘটেছিল যেন চট্টগ্রামের এই পুণ্যভূমিতে। আখেরি মোনাজাতে মুসল্লিরা দুই হাত তুলে একনিষ্ঠভাবে মহান রবের দরবারে ফরিয়াদ জানান— “হে আল্লাহ! আমাদের গুনাহ ক্ষমা করে দাও, দুনিয়া ও আখিরাতে মুক্তি দাও, উম্মতের হাল ফেরাও।”
মোনাজাত পরিচালনা করেন দাওয়াতে ইসলামীর বাংলাদেশ শাখার সভাপতি ও রুকনে শুরা মুফতি মোহাম্মদ আব্দুল মুবিন আত্তারী। তিনি মুসলিম উম্মাহর ঐক্য, ফিলিস্তিনসহ নির্যাতিত মুসলমানদের রক্ষায়, ও দ্বীনদার জীবনের তাওফিক লাভের জন্য রবের দরবারে আকুল মিনতি জানান।
পূর্বে জুমার নামাজে ইমামতি করেন খলিফায়ে আমিরে আহলে সুন্নাত আল্লামা ওবায়েদে রেজা মাদানী কাদেরী আত্তারী। নামাজে মুসল্লিদের মুখে ছিল বিনয়, চোখে ছিল অনুশোচনার অশ্রু।
বিশেষ বয়ান পেশ করেন মিডিয়া বিভাগের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী, যিনি কুরআন-হাদিসের আলোকে মো’মিন জীবনের মূল উদ্দেশ্য তুলে ধরেন।
শেষদিন সকাল থেকে জুমা পর্যন্ত ইসলামী শরীয়তের আলোকে দাওয়াতি বয়ান চলে। বয়ানে ছিল নামাজের গুরুত্ব, গোনাহ থেকে বাঁচার উপায়, মা-বাবার হক আদায়, মৃত্যুর প্রস্তুতি ও পরকালের ভয়াবহতা— যা উপস্থিত প্রতিটি মুসল্লির হৃদয় স্পর্শ করে।
বয়ান করেন মাওলানা সালাহ উদ্দিন আত্তারী, মাওলানা কাওসার আত্তারীসহ দাওয়াতে ইসলামীর মুবাল্লিগগণ। তাদের কণ্ঠে হামদ ও নাত ছিল অতুলনীয় এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টিকারী।
আল্লাহর হুকুম আর প্রিয় নবীর সুন্নাত মোতাবেক জীবন গড়ার আহ্বান জানিয়ে তারা বলেন, “আল্লাহ ও রাসুলের ভালোবাসাই ঈমানের চাবিকাঠি। যদি রাসুলের রঙে রঙিন হতে পারি, তাহলেই মিলবে জান্নাতের পথ।”
গত ৩০ এপ্রিল ফজরের নামাজের পর শুরু হয় এই পুণ্য ইজতেমা। তিন দিনব্যাপী এ ইজতেমায় চট্টগ্রামসহ সারাদেশ থেকে আগত আশেকানে রাসুলদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক বেহেশতী পরিবেশ।
ইজতেমা ছিল অপ্রীতিকর ঘটনা মুক্ত। মুসল্লিদের সেবায় মেডিকেল ক্যাম্প, নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী ও দাওয়াতে ইসলামীর স্বেচ্ছাসেবীরা দিন-রাত কাজ করেছেন।
আখেরি মোনাজাতে ঘোষণা করা হয় আগামী ২৫, ২৬, ২৭ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক ইজতেমার তারিখ।মোনাজাত শেষে আল্লাহর দাওয়াত পৌঁছে দিতে ৩, ১২, ৩০ ও ৬৩ দিনের সফরে দেশের বিভিন্ন স্থানে রওনা হয় মাদানী কাফেলার ১১২টি টিম।
আর এইচ/