চট্টগ্রামের পতেঙ্গা মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-৭। শনিবার (৩ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, মিয়ানমার থেকে নৌপথে কিছু রোহিঙ্গা পতেঙ্গা ঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে নারী, শিশু ও পুরুষসহ মোট ৩৫ জনকে আটক করা হয়। পরে তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, আটক রোহিঙ্গারা ঠিক কোথা থেকে এসেছে—মিয়ানমার নাকি ভাসানচর—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ পরবর্তী তদন্ত ও আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে, আটক রোহিঙ্গাদের কয়েকজন দাবি করেছেন, তারা জনপ্রতি দুই হাজার টাকা দিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছেন।
আর এইচ/