চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার একটি হত্যা মামলার পলাতক আসামি মো. নয়ন ইসলাম (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নয়ন ইসলাম একই এলাকার আবুল কাশেমের পুত্র।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন জানান, তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় ২০২৪ সালের ১৪ মার্চ দায়ের হওয়া হত্যা মামলার (মামলা নম্বর-২৬) একাধিক দণ্ডবিধির ধারায় অভিযোগ রয়েছে।
আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আর এইচ/