চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) বিকেলে আয়োজিত এ সভায় শওকত আজম খাজাকে সভাপতি ও মোহাম্মদ শাহ আলমকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের একটি নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।
ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক শওকত আজম খাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর ছিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাচ্চু, ব্যবসায়ী দিদারুল ইসলাম, শাহীন উদ্দিন, সেলিম উর রশিদ, শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, “২০১৮ সালে রেল প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর পূর্বের লাইসেন্সধারী সমিতিগুলোকে পুনরায় লাইসেন্স প্রদান করা হয়। তখন থেকেই আমরা নিয়ম মেনে সরকারকে রাজস্ব দিয়ে ব্যবসা করে আসছি। এই মার্কেট তিন শতাধিক উদ্যোক্তা সৃষ্টি করেছে এবং অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।”
প্রধান অতিথি শওকত আজম খাজা বলেন, “শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট চট্টগ্রামের একটি ব্যতিক্রমধর্মী মার্কেট। এখানে প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে ক্রেতাদের মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে।”
সভায় সর্বসম্মতিক্রমে শওকত আজম খাজাকে সভাপতি ও মোহাম্মদ শাহ আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়। শেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আর এইচ/