চট্টগ্রামের কর্ণফুলীতে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মোস্তফা হাকিম কলেজের শিক্ষার্থী আশিক নাথ। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে আসাদুল্লাহ নূর আশিক। তিনি মিরসরাই উপজেলার বারৈয়াঢালা এলাকার বাসিন্দা।
আসাদুল্লাহ জানান, গত ২৯ এপ্রিল চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আলী আক্কাসের আদালতে এফিডেভিটের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
২ মে কর্ণফুলীর হামিদিয়া বাগদাদিয়া শাহী জামে মসজিদে কালিমা পাঠের মাধ্যমে তার ইসলাম গ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
নিজের অনুভূতি জানিয়ে আসাদুল্লাহ বলেন, “পাঁচ-ছয় বছর ধরে ইউটিউব ও ওয়াজ মাহফিল থেকে ইসলামের প্রতি আকৃষ্ট হই। আয়াতুল কুরসি ও কোরআনের সূরাগুলো বাংলা অর্থসহ শুনতাম। ধীরে ধীরে হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি এবং চূড়ান্তভাবে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিই।”
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুনির আবছার চৌধুরী বলেন, “আসাদুল্লাহ ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন ও মনেপ্রাণে মুসলিম হয়েছেন। আমরা তার পাশে আছি এবং ভবিষ্যতেও সহযোগিতা করব ইনশাআল্লাহ।”
আর এইচ/