চট্টগ্রাম নগরের একটি খালে ভাসমান অবস্থায় মিললো অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে দেওয়ানবাজার এলাকার সিএন্ডবি পোল সংলগ্ন রুমঘাটার পেছনের খালে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ।
কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুবেল আফরাদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি । লাশের বিস্তারিত জানা যায়নি ।’ উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকতা ।
আর এইচ/