ফ্যাসিবাদী আওয়ামী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার সহযোগি চট্টগ্রামের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার অপসারণের দাবি জানিয়েছে স্বাস্থ্য সহকারীরা। এই স্বাস্থ্যের মহাপরিচালককে বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জনের মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন তারা।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল চারটায় সিভিল সার্জন কার্যারয়ের সামনে মানববন্ধন শেষে স্বাস্থ্যের মহাপরিচালক বরাবরে স্মারকলিপি দিয়েছেন তারা।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন চট্টগ্রামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার দালাল, জালিয়াত, যৌননীপিড়ক, কমিশন বাণিজ্যের হোতা, নিয়োগ, পদায়ন, পদোন্নতি বানিজ্যের মাধ্যমে স্বাস্থ্য বিভাগে এক ত্রাসের রাজত্ব কায়েক করেছে সুজন বড়ুয়া। ২০১৮ সালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতা অপব্যবহার করে সিভিল সার্জন কার্যালয়কে দূর্নীতির আতুর ঘরে পরিণত করেছে। যার প্রেক্ষিতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় সুজন বড়ুয়া নিয়োগ, বদলি, পদায়ন, নিজ বেতনে দায়িত্ব প্রদান, বিভিন্ন ক্যাম্পেইন, জাতীয় দিবস, ক্ষুদে ডাক্তার বিল, বিভিন্ন বরাদ্দ থেকে কমিশন আদায়, কর্মচারীদের মধ্যে দলাদলি, স্থানীয় সিভিল সার্জন ও অন্যান্য কর্মকর্তাদেও ম্যানেজ করে কর্মচারীদের হয়রানি করে আসছে। কর্মকর্তাদের নামে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ঘুষ আদায় সহ বিভিন্ন অনৈতিক কাজ করছে সে। এমনকি তার ভয়ে স্বাস্ত্য বিভাগের কোন কর্মকর্তা-কর্মচারী মুখ ফুঁটে কিছু বলতে পারে না।
তারা জানান, সুজন বড়ুয়া রাঙ্গামাটি জেলা পরিষদ থেকে ২০১২ সালে জাল নাগরিকত্ব সনদ ও জন্মনিবন্ধন সনদ দিয়ে স্যানিটারী ইন্সপেক্টর হিসেবে চাকুরি নেয়। এ বিষয়ে অভিযোগ হলে জেলা পরিষদকে না জানিয়ে গোপনে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় চলে যায়। ২০১৫ সালে জেলা স্যানিটারী ইন্সপেক্টর হিসেবে ১০ম গ্রেডে বান্দরবান জেলা পরিষদ থেকে বিধি বহির্ভূতভাবে অবৈধপদোন্নতি নেয়। ২০১৬ সালে জনৈক উপজাতি নারী সহকর্মীর যৌননিপীড়নের অভিযোগে বান্দরবানে সাময়িক বরখাস্থ হয়। ঐ তদন্ত চলাকালীন অবস্থায় সে তৎকালীন সিভিল সার্জন ডাঃ উদয় সংকর চাকমাকে ম্যানেজ করে জেলা পরিষদকে না জানিয়ে গোপনে বদলি হয়ে চলে যায় ফেনী। এরপর ২০১৮ সালে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক হিসেবে আরেকটি পদোন্নতি নিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করে অদ্যবধি ক্ষমতার অপ-ব্যবহার করে আসছে।
তাদের ভাষ্য, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতায় পুরো স্বাস্থ্য বিভাগে সে ত্রাসের রাজত্ব কায়েম করে এসেছে। আগস্ট বিপ্লবের পর তার এসব অপকর্ম আমরা ছাত্র সমন্বয়কসহ সিভিল সার্জন বরাবরে স্ব-শরীরে উপস্থিত হয়ে অবহিত করলে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী মহোদয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে আমাদেরকে ধৈর্য্য ধরতে বলেন। আমরা তার সম্মানার্থে এ যাবৎ ধৈর্য্য ধরেছি। কিন্তু দূর্নীতিবাজ সুজন বড়ুয়া নতুন আঙ্গিকে আমাদের থেকে চাঁদাবাজি কমিশন বাণিজ্য চালিয়ে যাচ্ছে। কোন কিছুকে ভ্রুক্ষেপ করছে না। তারা বলেন, সিভিল সার্জন মহোদয়ের নিকট বারবার বলার পরও কোন প্রতিকার না পেয়ে আমরা স্বাস্থ্য উপদেষ্টা, ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে সুজন বড়ুয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। এ সময় তারা সুজন বড়ুয়াকে চট্টগ্রাম জেলা থেকে আগামী সাত দিনের মধ্যে অন্যত্র বদলি, তার জাল-জালিয়াতি ও দূর্নীতির নিরপেক্ষ তদন্ত বোর্ড গঠন এবং সরকারি চাকুরি থেকে অপসারণ, চট্টগ্রাম সিভিল সার্জন এর নিয়ন্ত্রণাধীন কোন কর্মকর্তার মাধ্যমে তদন্তবোর্ড গঠন না করাসহ সাত দফা দাবী জানান। মানববন্ধনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মো. ফজলুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এস.এম কুদরাত ই খুদা রকি ও মঈনুল আহসান আলী সাগরসহ অনেকে বক্তব্য দেন। এতে জেলার ১৫টি উপজেলার স্বাস্থ্য সহকারীসহ মাঠ পর্যায়ে দুই শতাধিক কর্মচারি অংশ নেন।
আর এইচ/