গণমাধ্যমের সংকট কাটাতে সবাই যাতে ঐক্যবদ্ধ থেকে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
তিনি বলেন , গণমাধ্যমের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। সামনে রাষ্ট্রের অনেক সংকট আছে । সব চেয়ে বড় বিষয় জাতীয় নির্বাচন। এর আগে পরে অনেক ঘটনা অঘটন এর সম্ভাবনা রয়েছে । এখানে গণমাধ্যম যাতে ঠিক মত দায়িত্ব পালন করতে পারে সঠিক নির্দেশনা দিতে পারে রাষ্ট্রীয় ভাবে সেই ব্যাপারে আমাদের একত্রিত থাকতে হবে।
শনিবার (১৫ মার্চ) বাদ আছর নগরের হোটেল সেন্টমার্টিনে আয়োজিত চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়ার পরিবারের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশিষ্ট উদ্যোক্তা ও চট্টগ্রাম নিউজের পরিচালনা সম্পাদক আলহাজ্ব আবু তাহের এর সভাপতিত্বে, প্রধান বক্তার বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ।
সাংবাদিক গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, অর্থ সম্পাদক সোহেল সরোয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার প্রকাশনা সম্পাদক মিনহাজ উদ্দিন, কার্যকরী সদস্য আহসান হাবিবুল আলম।
আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক সাহাব উদ্দিন, সাংবাদিক মো. সুমন, সাংবাদিক কাউসার আলম, সাংবাদিক আজীম অনন, সাংবাদিক তানবীর আহমদ, প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ, সাংবাদিক গাজী গোফরান, ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নিউজ ডটকমের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ রিয়াদ হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার মোহাম্মদ জুনায়েদ হাসান, ভিডিও জার্নালিষ্ট সুমন মজুমদার, মাল্টিমিডিয়া রিপোর্টার মোবারক হোসেন মাসুম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি অভি বড়ুয়া, কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত, সাতকানিয়া প্রতিনিধি সুকান্ত বিকাশ ধর, কক্সবাজারের কুতুবদিয়া প্রতিনিধি আব্বাস উদ্দিন,বোয়ালখালী উপজেলা প্রতিনিধি দেবাশীষ বড়ুয়া রাজু, মিরসরাই উপজেলা প্রতিনিধি সাফায়েত মেহেদি, চকরিয়া উপজেলা প্রতিনিধি মোঃ রিদোয়ান হাফিজ ,পটিয়া উপজেলা প্রতিনিধি মোঃ মাছুম আকবরী,চট্টগ্রাম নিউজের রিপোর্টার নীল কমল সুশীলসহ উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা । শেষে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
আর এইচ/