বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৫ মার্চ সকাল ৯টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশীপের শুভ উদ্বোধন করেন।
সিজেকেএস কাউন্সিলর সাইফুল্ল্যাহ চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দৈনিক আজাদী’র স্পোর্টস রিপোর্টার নজরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ মো: মোমিনুল হক সহ অংশগ্রহণকারী দলের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে রংপুর বনাম টাঙ্গাইল।
আর এইচ/