চট্টগ্রামে আনোয়ারায় নারী সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
রবিবার ( ১৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলা সদরের আনোয়ারা সিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আজাদ আলী জানান, মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে পুরাতন ঘটনাকে কেন্দ্র করে তেকোটা গ্রামের আর পীরখাইন গ্রামের কিছু বিপথগামী কিশোর আনোয়ারা সিটি সেন্টারের মধ্যে মারামারি লাগে। মুহূর্তেই মারামারির ঘটনা রূপ নেয় দু’পক্ষের সংঘর্ষে তাদের বিচ্ছিন্ন করতে প্রতিরোধ গড়ে স্থানীয়রা। ধাওয়ায় বিচ্ছিন্ন হয়ে যায় উভয়ই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন জানাই, কিশোরদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। তবে গুরুতর কিছু নয়। আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।
আর এইচ/