ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্নিক সাধক, হযরত গাউছুল আজম শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর ১৬২ তম খোশরোজ শরীফ লাখো ভক্তের অংশ গ্রহনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
১৪ অক্টোবর (সোমবার) রাতে মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়শনের উদ্যোগে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয় ৩ দিন ব্যাপী খোজরোজ।
এ উপলক্ষে দেশ-বিদেশ থেকে আগত আশেকান ও ভক্তরা জড়ো হন মাইজভান্ডার দরবার শরীফে।
এদিকে, খোশরোজ শরীফ সুষ্ঠভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের স্বেচ্ছাসেবকবৃন্দ আইন শৃংখলা রক্ষার্থে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
রাতে বিশ্বের সকল উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন, দরবারের সাজ্জাদানশীন শাহ ছূফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী।