সারা দেশের উপজেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া কার্যক্রম স্থগিত সংক্রান্ত অফিস আদেশটি বাতিল করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
রোববার ৩০ জুন ৩৪.০০.০০০০.০৭১.৯৯.০১৭.২৩. ৯৯ নম্বর স্মারকের অফিস আদেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া-১ শাখার সহকারী সচিব এস. এম. হুমায়ুন কবির স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
পূর্বের অফিস আদেশের চিঠিতে বলা হয়েছিলো, ‘যে সকল উপজেলায় যথাযথ আইন ও বিধি মোতাবেক উপজেলা ক্রীড়া সংস্থা গঠিত হয়নি, সে সকল উপজেলায় উপজেলা ক্রীড়া সংস্থা নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত সকল ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম এতদ্বারা স্থগিত করা হলো।’ বর্তমানে আর ওই আদেশটি বলবৎ নেই।
বরং ওই অফিস আদেশটি বাতিল করে সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া-১ শাখার যুগ্মসচিব, সচিবের একান্ত সচিব ও আইসিটি শাখার সিস্টেম এনালিস্ট এর কাছেও।