গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Sunday, 19 May 2024

ছোট পর্দার নাবিলা এবার আসছে বড় পর্দায়

গিয়াস উদ্দিন

নাবিলা বিনতে ইসলাম। যার নাটকে অভিনয় যাত্রাটা ২০১৬ সালে। কয়েক বছরের মধ্যে টিভি নাটকের ব্যস্ত একজন তারকা হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি ইদানীং তিনি উপস্থাপনাও করছেন। 

অসংখ্য নাটকে অভিনয় করেছেন নাবিলা বিনতে ইসলাম। এখনও নাটক নিয়েই ব্যস্ততা তার। তবে এবার পা বাড়ালেন সিনেমায়। হ্যাঁ, সরকারি অনুদান পাওয়া একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। বেশ ক’দিন হয় চট্টগ্রামে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী।

চট্টগ্রামের মেয়ে নাবিলার চট্টগ্রাম থেকে বড় পর্দায় যাত্রা শুরু হওয়াতে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

সিনেমাটির নাম ‘যুদ্ধ জীবন’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শিরীন আক্তার রচিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালনা করছেন রিফাত মোস্তফা টিনা। এর চিত্রনাট্য করেছেন মহি মহিউদ্দিন।  নাবিলা এতে করছেন চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে।

প্রথম ছবিতে সহশিল্পী হিসেবে পেয়েছেন ফেরদৌসকে। বললেন, ‘হঠাৎ বৃষ্টি ছবি দেখেই ভাইয়ার ভক্ত। ভাবিনি কখনো তাঁর সঙ্গে বড় পর্দায় অভিনয়ের সুযোগ পাব। সময় আমাকে সেখানে দাঁড় করিয়েছে। তাঁর মতো একজন সহশিল্পীকে জীবনের প্রথম ছবিতে পাওয়াটা ভীষণ ভীষণ ভালো লাগার। তার উপর আবার মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা। সব মিলিয়ে যুদ্ধ জীবন চলচ্চিত্রটি আমার জন্য স্পেশাল হয়েই থাকবে।’

গল্প মুক্তিযুদ্ধের গল্পের পটভূমিতে নির্মিত হচ্ছে ‘যুদ্ধ জীবন’। সব মিলিয়ে তাই দারুণ এক উচ্ছ্বাস দেখা গেল নাবিলার মধ্যে। বললেন, ‘এই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি। প্রথম সব কিছুই স্পেশাল। সিনেমাটিতে ফেরদৌস ভাইয়ের মত বড় মাপের অভিনেতার সঙ্গে কাজ করছি।

চট্টগ্রামে সিনেমাটির শুটিং টানা সপ্তাহ খানেক চলবে বলে জানিয়েছেন নাবিলা। প্রথম লটের শুটিং শেষ করেই ঢাকায় ফিরবেন তিনি। আগামী মাসে ফের দ্বিতীয় লটের শুটিং হবে।

সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বার চট্টগ্রামের মুক্তিযুদ্ধের গল্পে শুটিং করছেন বলে জানালেন ফেরদৌস। বললেন, ‘‘এখানে ক’দিন আগেই দামপাড়া নামে মুক্তিযুদ্ধের গল্পের একটি সিনেমার শুটিং করেছিলাম। এবার করছি ‘যুদ্ধ ও জীবন’ সিনেমার।  আশির দশকের একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমার গল্প বলা হয়েছে। গত ৫-৬ দিন হয়  শুটিং শুরু করেছি। এখন আমাদের টিম চট্টগ্রামে অবস্থান করছে। চরিত্র নিয়ে বলতে নিষেধ আছে তাই বলতে পারছি না। ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়ার চিন্তা করছেন পরিচালক।’

সর্বশেষ

শেষ মুহূর্তে প্রচারনায় মুখরিত কাপ্তাইয়ের বিভিন্ন জনপদ 

আগামী ২১ মে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে...

এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের বাবর আলী

পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়...

লোক নিচ্ছে বিআরটিসি, এসএসসি পাসেও আবেদন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) ০৪টি পদে ৩৪ জনকে...

রাশিয়া হামলার তীব্রতা বাড়াতে পারে, আশঙ্কা জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সেনারা তাদের উত্তরপূর্বাঞ্চলে...

চেন্নাইকে বিদায় করে প্লে-অফে কোহলির বেঙ্গালুরু

প্লে-অফ নিশ্চিত করতে শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৭...

কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে কটাক্ষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক ‘কান...

আরও পড়ুন

সুসংবাদ দিলেন শাকিব খান!

ঈদ মানেই শাকিবময়। ঢালিউডের কিং নানা উৎসবে বিনোদন জগতটাকে রাঙিয়ে তোলেন। তবে এবার ‘রাজকুমার’ দিয়ে ততটা জ্বলে উঠতে পারেননি। ঈদ শেষ করেই শুরু করেছেন...

কাপ্তাইয়ের জনপ্রিয় আঞ্চলিক গানের জুটি বসু- লিপি

চট্টগ্রামের আঞ্চলিক গান মানে শ্যাম সুন্দর বৈষ্ণব এবং শেফালি ঘোষের কথা মনে পড়ে যায়। ষাট দশক হতে নব্বই দশক পর্যন্ত এই জুটির গান চট্টগ্রামের...

গণসংগীত উৎসবের পর্দা নামলো

চট্টগ্রামে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় গণসঙ্গীত উৎসবের পর্দা নামলো রবিবার। বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের আয়োজনে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সারাদেশের ৩২ টি দল ও...

অভিনেতা ওয়ালিউল হক রুমি আর নেই

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান দেশের গুণী অভিনেতা ওয়ালিউল হক রুমি।সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...