ফটিকছড়ির অর্ধশত ইট ভাটায় পোড়ানো হচ্ছে সরকারী বনাঞ্চলের কাঠ। কয়লার মাধ্যমে পোড়ানোর চাইতে লাভ বেশী হওয়ায় কাঠ ব্যবহারের দিকে মনোযোগ ভাটি মালিকদের।
কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে এক শ্রেণীর ভাটি মালিক ইট পোড়ানোর কাজে প্রতিনিয়ত কাঠ ব্যাবহার করে চলেছেন।
উপজেলার অধিকাংশ ইট ভাটায় দিনের পর দিন কাঠ দিয়ে ইট পোড়ানো অব্যাহত থাকায় পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি ভাবে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে স্থানীয় অধিবাসিদের। পাশাপাশি ভাটিগুলোতে মাত্রাতিরিক্ত কাঠ পোড়ানোর ফলে বায়ু দূষণসহ কৃষি উৎপাদনে মারাত্বক প্রভাব পড়ছে।
জানা যায়, উপজেলার দুইটি পৌরসভা ও ১৯ টি ইউনিয়নে মোট ৫৩ টি ইটভাটা রয়েছে। তন্মোধ্যে এবার ৪৭ টিতে ইট পোড়ানোর কার্যক্রম শুরু হয়ে গেছে। যা চলবে এপ্রিল – মে পর্যন্ত।
২৫ ডিসেম্বর সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এবি ব্রিকস, এবিএম ব্রিকস, বিডি ব্রিকস, এনবিআই ব্রিকস, পাইন্দং ইউনিয়নের গ্রামীন ব্রিকস, এমএ ব্রিকস, দাদা ব্রিকস, খিরামের এমবি ও এমবিএম ব্রিকসসহ অর্ধশতাধিক ভাটায় ইট পোড়াতে কাঠ ব্যাবহার করা হচ্ছে।
এ বিষয়ে একাধিক ভাটি মালিকের সাথে কথা হলে তারা জানান, সরকারি নিয়ম মেনে ভাটি স্থাপন করে ইট তৈরি করতে গেলে খরচ ও সময বেশী ব্যয় হয়ে থাকে। সে তুলনায় লাভ কম। কাঠ দিয়ে ইট পোড়ানোতে আর্থিক লাভ এবং সময দুটির সাশ্রয় হয়। যার কারনে ভাটি মালিকরা ইট পোড়াতে কাঠ ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন, বনাঞ্চল ধ্বংস করে কাঠ পুড়িয়ে ইট ভাটা পরিচালনা করার কোন সুযোগ নেই। আইন ভঙ্গ করে কাঠ পুড়িয়ে কেউ যদি ইটভাটা পরিচালনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে