শনিবার, ৩ মে ২০২৫

পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত আধুনিক চট্টগ্রাম গড়তে ‘ক্লিন বাংলাদেশ’র কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত আধুনিক চট্টগ্রাম গড়তে ‘ক্লিন বাংলাদেশ’ এর উদ্যোগে শুরু হলো ওয়ার্ডভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম। নগরবাসীর অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলাবদ্ধতা রোধ ও পরিবেশ রক্ষাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

শুক্রবার সকালে নগরীর ৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাৎ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব মারুফুল হক চৌধুরী ও জিয়া। এ সময় সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, “শহরকে পরিষ্কার রাখা শুধু সিটি কর্পোরেশনের কাজ নয়—এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। ‘ক্লিন বাংলাদেশ’ যেভাবে উৎসাহ ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।”

‘ক্লিন বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি বলেন, নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি পরিচ্ছন্ন নগরী কল্পনা করা যায় না। আমরা ওয়ার্ডভিত্তিকভাবে মাইকিং, লিফলেট বিতরণ, ব্যানার স্থাপন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বার্তা প্রচার, নির্দিষ্ট এলাকায় ময়লা অপসারণ এবং ডাস্টবিন স্থাপনের মতো কার্যক্রম বাস্তবায়ন করবো।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ক্লিন বাংলাদেশের টিম লিডার ইমন, প্রমি, তানজিফা, জাহিদ, লাইলা এবং কো-টিম লিডার জুয়েল, ইয়াজ, রনি ও পায়েল। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন সারু, মুনতাসীর, নাজিফা, ইসরাত, দ্রুব, রাফি, সায়দ, মাইমুনা, সাইমন, আয়মনসহ শতাধিক তরুণ-তরুণী।

ক্লিন বাংলাদেশের সাধারণ সম্পাদক ইমন বলেন, পরিচ্ছন্ন শহর শুধু আমাদের চাওয়া নয়—এটা আমাদের দায়িত্ব। নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আমরা চাই, নগরবাসী আমাদের এই উদ্যোগে সম্পৃক্ত হয়ে একসঙ্গে এগিয়ে আসুক।

উল্লেখ্য, ‘ক্লিন বাংলাদেশ’ চট্টগ্রাম নগরীতে পরিবেশ, ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরিতে ইতোমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। নগর কর্তৃপক্ষের সঙ্গে এই যৌথ পদক্ষেপকে সংগঠনটি তাদের চলমান কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফিলিস্তিনের পূণ্য ভূমির প্রতিটি ইঞ্চির মর্যাদা রক্ষা করা আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব

চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব ও ইসলামীক ফাউন্ডেশন...

পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

https://youtu.be/ISOaO_3SCok?si=MD2E5Shw0Bdiyo_X

দেওয়ানবাজার এলাকার খালে মিললো অজ্ঞাত মরদেহ

চট্টগ্রাম নগরের একটি খালে ভাসমান অবস্থায় মিললো অজ্ঞাত এক...

চান্দগাঁওয়ে হত্যা মামলার পলাতক আসামি নয়ন গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার একটি হত্যা মামলার পলাতক আসামি...

প্রাথমিকে পরীক্ষা ফিরেছে, এবার আসছে বৃত্তি: উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন...

আরও পড়ুন

দেওয়ানবাজার এলাকার খালে মিললো অজ্ঞাত মরদেহ

চট্টগ্রাম নগরের একটি খালে ভাসমান অবস্থায় মিললো অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে দেওয়ানবাজার এলাকার সিএন্ডবি পোল সংলগ্ন রুমঘাটার...

চান্দগাঁওয়ে হত্যা মামলার পলাতক আসামি নয়ন গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার একটি হত্যা মামলার পলাতক আসামি মো. নয়ন ইসলাম (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৩ মে) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে...

শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের সভাপতি খাজা, সা. সম্পাদক শাহ আলম

চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ মে)...

দালালের মাধ্যমে প্রবেশ, পতেঙ্গায় আটক ৩৫ রোহিঙ্গা

চট্টগ্রামের পতেঙ্গা মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব-৭। শনিবার (৩ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান...