রবিবার, ৪ মে ২০২৫

আওলাদে রাসুল (সা.) আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের আল জাবেরী আল-মাদানী

ফিলিস্তিনের পূণ্য ভূমির প্রতিটি ইঞ্চির মর্যাদা রক্ষা করা আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব ও ইসলামীক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস, আওলাদে রাসূল ( স:) আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের আল জাবেরী আল-মাদানী বলেছেন, ইহুদিবাদীরা এখন পর্যন্ত পঞ্চাশ হাজারেরও অধিক ফিলিস্তিন নাগরিককে হত্যা করেছে। এখনো তারা বর্বরতা চালাচ্ছে। ইহুদিরা মনে করে ফিলিস্তিনের মুসলমানরা নিরীহ, তারা নিরীহ নয়, তাদের পাশে রয়েছে বিশ্বের ২০০ কোটি মুসলমান। তিনি বলেন, ইহুদিদের সকল পণ্য বর্জন করুন। আমরা হিন্দুস্তানের কোনো পণ্য গ্রহণ করবো না। তাদের সব পণ্য আমাদের বর্জন করতে হবে। ফিলিস্তিনের পূণ্য ভূমির প্রতিটি ইঞ্চির মর্যাদা রক্ষা করা আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব।

শনিবার ( ৩ মে) আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রামে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের মার্চ ফর প্যালেস্টাইন এর মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা কোনো দলাদলির পক্ষে না। মুসলমানদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সকলে একদল। আজ ফিলিস্তিনের শিশুরা এতিম হয়ে গেছে। তারা ঘাস খেয়ে বেঁচে আছে। ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরা আজ পৃথিবীর ২০০ কোটি মুসলমানের দিকে চেয়ে আছে। তারা আমাদের ডাকছে। তিনি আরও বলেন, আমাদের হাতে সামর্থ্য না থাকলেও মুখে প্রতিবাদ করতে পারি। কিন্তু দুঃখজনকভাবে সেটাও অনেক মুসলমান তা করছে না। ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে দাড়ানোর জন্য বাংলাদেশী মুসলমানদের ফিলিস্তিনে যাওয়ার সুযোগ (ভিসা) করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চাই। আমরা কাউকে অন্যায় করতে দেবো না। আর অন্যায় প্রতিরোধ করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। সভাপতিত্ব করেন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ড. অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমান।

ওলামা মাশায়েখ পরিষদের সদস্য মাওলানা মোহসিন আল হোসাইনীর সঞ্চালনায় সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন, মাওলানা মমতাজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বায়তুশ শরফের রাহবার আবদুল হাই নদভী, ড. এ বি এম মফিজুর রহমান আজহারী, অধ্যক্ষ মাওলানা আ ছ ম সলিমুল্লাহ, মাওলানা আহমদুর রহমান নদভী, মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, মাওলানা মামুনুর রশীদ নুরী, মাওলানা মুনিরুল ইসলাম রফিক, মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফ, সমিলা সিরাজ মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা হামেদ হাছান, মাওলানা সলিমুল্লাহ হাবিবী, মিডিয়া ব্যক্তিত্ব ড.ফয়জুল হক।

সমাবেশ শেষে এক প্রতিবাদ মিছিল আন্দরকিল্লা থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ উত্তর গেইটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সভাপতির বক্তব্য রাখেন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ড. অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমান। তিনি বলেন, চট্টগ্রাম ইসলামের প্রবেশদ্বার। অতীতের যেকোনো আন্দোলনে চট্টগ্রামবাসী সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছে। আজও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে মানুষ এখানে সমবেত হয়েছে। তিনি বলেন, একদিন এমন সময় আসবে, পৃথিবীর মানচিত্রে ইহুদিবাদীদের কোনো চিহ্ন থাকবে না । তারা পালানোর সুযোগও পাবে না। চট্টগ্রামের মুসলমানরা সাহসিকতার সঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।

লিখিত ঘোষণা পত্রে তিনি বলেন,
১ জায়নবাদী ইসরাইলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করাসহ বাস্তবায়ন করতে হবে।
২ যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত প্রদক্ষেপ গ্রহণ করতে হবে।
৩ ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে।
৪ পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে।
৫ ফিলিস্তিনিদের খাদ্য নিয়ন্ত্রণ ও নিরপত্তা এবং রাষ্ট্রীয় স্বার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উম্মুক্ত করতে হবে। কারণ এই মুহুর্তে বিশ্বব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পরে আছে, গাজার ধ্বংসস্তুপে সে মুখোশ খামছে পড়েছে।
৬ ইসরায়েলে সাথে অর্থনৈতিক, সামরিক ও কুটনৈতিক সব সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে।
৭ জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।
৮ গাজাসহ ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতাসহ সর্বাত্নক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে।
৯ আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কুটনৈতিক অভিযান শুরু করতে হবে এবং ফিলিস্তিনে বর্বর ইসরায়েল বাহিনী কর্তৃক যা ধ্বংস করেছে তার ক্ষতিপূরণ দিতে হবে।
১০ জায়নবাদীদের দোসর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধিনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কুটনৈতিক অবস্থান নিতে হবে।
১১ সকল মুসলিম উম্মাহকে ঈমান ও ইসলামের জন্য ইসলায়েলের সকল পণ্য বর্জন করতে হবে।
১২ ইসরাইলী প্রতিষ্ঠানের সাথে সরকারের যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে।
১৩ রাষ্ট্রীয়ভাবে গাজা ও ফিলিস্তিনে ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যাবস্থা নিতে হবে।
১৪ জায়নবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী অধীনে মুসলিম ও অন্য সংখ্যা লঘুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে।
১৫ আমরা সবাই স্বত:স্পুর্তভাবে ইসরাইলী পণ্য বয়কট করবো।
১৬ আমরা আমাদের সমাজ ও রাষ্ট্রে ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে প্রস্তুত করবো, যারা ইসলাম ও মুসলমান উম্মহর আদর্শ ও ভূখণ্ড রক্ষায় জান মালের সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত থাকবে।
১৭ আমরা হিন্দুত্ববাদী ভারতের চক্রান্ত, ষড়যন্ত্র এবং আগ্রাসনের ব্যাপারে সচেতনর থাকব।
১৮ আমরা সচেতন থাকব, যাতে এই বাংলাদেশ কখনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয়।
১৯ আমরা ঐক্যবদ্ধ থাকবো, বিভাজন হবো না।

সমাবেশের শুরুতে কুরআন তেলওয়াত করেন হিজবুল্লাহ আল মুজাহিদ। সমাবেশে ইসলামী সংগীত পরিবেশ করেন, চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীবৃন্দ। সমাবেশ শেষে আওলাদে রাসুল (সা.) আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী মুনাজাতের মাধ্যমে মিছিল ও সমাবেশ শেষ হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবক খুন 

কক্সবাজারের পেকুয়ায় টাকার দ্বন্দ্বে ছুরিকাঘাতে এহেসান কবির (১৮) নামের...

এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া

চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া...

চট্টগ্রামে সাড়ে ৪ কোটি টাকার বিদেশি মদ ও বিয়ার জব্দ

চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকা থেকে প্রায় সাড়ে ৪ কোটি...

সীতাকুন্ডের বাঁশবাড়িয়ায় মাইক্রোবাস থেকে ৮টি অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

সীতাকুন্ডের বাঁশবাড়িয়া বাজারে চেকপোস্টে গাড়ি তল্লাশী করে মাইক্রোবাস থেকে...

মদিনার পথে চট্টগ্রামের প্রথম হজ ফ্লাইটের হজযাত্রীদের মাঝে মেয়রের ঔষধ বিতরণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনার উদ্দেশে যাত্রা করা...

একদিন দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল হবে চট্টগ্রামে: আমীর খসরু

চট্টগ্রামে একদিন পুরো দেশের মধ্যে সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল...

আরও পড়ুন

মদিনার পথে চট্টগ্রামের প্রথম হজ ফ্লাইটের হজযাত্রীদের মাঝে মেয়রের ঔষধ বিতরণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনার উদ্দেশে যাত্রা করা প্রথম হজ ফ্লাইটের হাজীদের মাঝে জরুরি মেডিসিন, খেজুর, আতরসহ নানা উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি...

চট্টগ্রামের কল্যাণে হাজীদের কাছে দোয়া চাইলেন মেয়র ডা. শাহাদাত

দেশ ও জাতির কল্যাণে বিশেষভাবে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন কার্যক্রম সফল হওয়ার জন্য আল্লাহর রহমত কামনা করে হাজীদের কাছে দোয়া চেয়েছেন মেয়র ডা. শাহাদাত।শনিবার (৩...

আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল একটা যুগের অবসান

দেশের শীর্ষ আলেম, মাদরাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। এরপরই ফেসবুকে...

দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভী আর নেই

দেশের শীর্ষ আলেম, মাদরাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া...