বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

কৃষি ঋণের জন্য ব্যাংকে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের নির্দেশনা

চাকরি ডেস্ক

কৃষি ঋণের বিতরণ, আদায়, মনিটরিংয়ের জন্য ব্যাংকে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কৃষি ঋণের জন্য প্রয়োজন অনুযায়ী ব্যাংকের বিদ্যমান জনবল কাঠামোর অতিরিক্ত হিসেবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এনজিও এবং এমএফআই-এ কর্মরত অভিজ্ঞ জনবলকে ‘এগ্রি ক্রেডিট সুপারভাইজার (চুক্তিভিত্তিক)’ পদে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর নিকট পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, দেশে কাঙ্ক্ষিত কৃষি উৎপাদনে সহায়তার পাশাপাশি কৃষকদের অনুকূলে ঋণপ্রবাহ, বিনিয়োগ বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, পল্লী অঞ্চলের জনসাধারণের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে সহায়ক ভূমিকা পালনের বিষয়টি ২০২২-২০২৩ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।

উক্ত নীতিমালার কৃষি ঋণ বিতরণ, আদায় এবং প্রদত্ত ঋণের সদ্ব্যবহার যাচাইয়ের সুবিধার্থে ব্যাংকের শাখা পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে। ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ঋণ প্রদান করলে কৃষকেরা অপেক্ষাকৃত কম সুদে ঋণ গ্রহণ করতে পারেন এবং মনিটরিং এর মাধ্যমে ঋণের গুণগত মান বজায় রাখা সহজ হয় বিবেচনায় নীতিমালার কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে এমএফআই লিংকেজ ক্রমান্বয়ে হ্রাস করে নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ঋণ বিতরণে সচেষ্ট হওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি এনজিও,এমএফআই-এ কর্মরত অভিজ্ঞ জনবলকে ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে প্রেক্ষিতে কৃষি ঋণের জন্য প্রয়োজন অনুযায়ী ব্যাংকের বিদ্যমান জনবল কাঠামোর অতিরিক্ত হিসেবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এনজিও, এমএফআই-এ কর্মরত অভিজ্ঞ জনবলকে নিম্নোক্ত শর্তে ‘এগ্রি ক্রেডিট সুপারভাইজার (চুক্তিভিত্তিক)’ পদে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হলো।

অভিজ্ঞতা

* প্রার্থীকে এনজিও বিষয়ক ব্যুরো/মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির তালিকাভুক্ত/অনুমোদনপ্রাপ্ত এনজিও/এমএফআই-এ ন্যূনতম ৩ (তিন) বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

* প্রার্থীর বয়স সীমা ২৫ হতে ৪০ বছর পর্যন্ত হবে।

* প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক।

* প্রার্থী কোনো এনজিও/এমএফআই হতে বরখাস্ত হননি- মর্মে নিয়োগকারী ব্যাংককে নিশ্চিত হতে হবে।

দায়িত্ব

‘এগ্রি ক্রেডিট সুপারভাইজার (চুক্তিভিত্তিক)’ এর কর্মপরিধি কেবলমাত্র কৃষি ও পল্লী ঋণ সংশ্লিষ্ট হবে।

পারিশ্রমিক ও সুবিধাদি

পারিশ্রমিক ও অন্যান্য সুবিধাদি সংশ্লিষ্ট ব্যাংক নির্ধারণ করবে এবং তা ব্যাংক ও প্রার্থীর মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বিস্তারিতভাবে উল্লেখ থাকতে হবে।

মেয়াদ

‘এগ্রি ক্রেডিট সুপারভাইজার (চুক্তিভিত্তিক)’ নিয়োগের মেয়াদ, পুনঃনিয়োগ অথবা চুক্তির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত বিষয়াদি ব্যাংকের নিজস্ব নীতিমালার আলোকে পরিচালিত হবে।

রিপোর্টিং ও অন্যান্য বিষয়াবলী

নিয়োগকারী ব্যাংক কর্তৃক ‘এগ্রি ক্রেডিট সুপারভাইজার (চুক্তিভিত্তিক)’ নিয়োগের হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে ষান্মাসিক ভিত্তিতে (সংশ্লিষ্ট ষান্মাসিক সমাপনান্তে ৭ কর্মদিবসের মধ্যে) এ বিভাগের মনিটরিং উপবিভাগে দাখিল করতে হবে। ব্যাংকের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কৃষি খাতে দ্রুত সেবা প্রদানের সুবিধার্থে সরাসরি ব্যাংকের মানব সম্পদ বিভাগ কর্তৃক সহজ প্রক্রিয়ায় উক্ত জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ দর্শানোর নোটিশ প্রদান ব্যতিরেকে ব্যাংক কর্তৃপক্ষ যেকোনো যৌক্তিক কারণে সংশ্লিষ্ট সুপারভাইজারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে পারবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইপিজেডে বিপুল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ 

চট্টগ্রাম নগরীর ইপিজেডে ১৬৮ লিটার বিদেশি মদসহ মোঃ সবুজ...

চট্টগ্রামে আইনশৃঙ্খলা ও কৃষি খাত নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি খাতের অগ্রগতি ও...

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা এবং রোমান ক্যাথলিক গির্জার...

অর্থনৈতিক সংস্কারে বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারের...

চলচ্চিত্র শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ...

কাশ্মীরে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস কাশ্মীরে পর্যটকদের ওপর...

আরও পড়ুন

নেদারল্যান্ড প্রতিনিধি দলের বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন

বিএম কন্টেইনার ডিপো লিমিটেড পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুরে সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর অত্যাধুনিক সুবিধাসমূহ ঘুরে দেখেন এবং নিরাপত্তা,...

সরকারি যানবাহন অধিদপ্তরে ৫৩০ পদে চাকরির সুযোগ

সরকারি যানবাহন অধিদপ্তর তাদের রাজস্ব খাতে জনবল নিয়োগের জন্য ১৭টি ভিন্ন ক্যাটাগরির ৫৩০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি চাকরি প্রার্থীদের জন্য একটি...

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছে।সোমবার প্রকাশিত ওই অধ্যাদেশে সরকারির পাশাপাশি স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল...

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়েছে। চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায়...