সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সাগরে গিয়ে ১৬ দিন ধরে নিখোঁজ ১৮ জেলে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট থেকে সাগরে মাছ ধরতে গিয়ে টানা ১৬ দিনেও ফেরেননি ১৮ জেলে। প্রতিদিন স্বজনরা আশায় বুক বেঁধে ঘাটে ভিড় করলেও প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না।

নিখোঁজদের মধ্যে রয়েছেন মাছ ধরার নৌকা ‘এফবি খাজা আজমীর’-এর মালিক আলী আকবর (৪৯)। তার স্ত্রী সেলিনা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গত ১৩ সেপ্টেম্বর রাতে স্বামীর সঙ্গে শেষবার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, ভোরের আগে অনেক দূরে চলে যাবেন, নেটওয়ার্ক পাব না। সেটিই ছিল আমাদের শেষ কথা। তারপর থেকে আর কোনো খোঁজ নেই।”

এদিকে গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সেলিনা আক্তার। সেখানে তিনি উল্লেখ করেন, তার স্বামী আলী আকবর দীর্ঘদিন ধরে মাছ ধরার ব্যবসার সঙ্গে জড়িত। তার মালিকানাধীন ফিশিং বোটের (রেজিস্ট্রেশন নং এফ-৯৭৫৪) অধীনে মাঝি আবু তাহের (৫৫), স্টাফ জামাল (৪৫), বাবুর্চি রুবেল (৩৫) সহ আরও ১৪ জন জেলে সাগরে মাছ ধরতে বের হন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে আলী আকবরের সঙ্গে স্ত্রী সেলিনা আক্তারের সর্বশেষ ফোনালাপ হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরসহ নৌকার অন্য স্টাফদের ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

সেলিনা আক্তার বলেন, “প্রথমে ভেবেছিলাম সাগরে নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ হচ্ছে না। কিন্তু ১০-১১ দিন কেটে যাওয়ার পরও তাদের কোনো খোঁজ না পাওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। এখনো স্বামীসহ নৌকার সব মাঝিমাল্লা নিখোঁজ। পুলিশও কোনো খোঁজ দিতে পারছে না।”

এ বিষয়ে জানতে চাইলে সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিখোঁজ জেলেদের সন্ধানে খোঁজ চলছে। দেশের প্রতিটি থানায় বার্তা পাঠানো হয়েছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঘাইছড়ি তে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের আয়োজনে আইন...

খাগড়াছড়িতে নিহত তিনজনের পরিচয় জানালো পুলিশ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় চলমান বিক্ষোভ ও...

কক্সবাজার সৈকত থেকে নানা অভিযোগে আটক ৯

কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ ৯...

“ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই”

চট্টগ্রামে ব্যাংকারদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং ইসলামী ব্যাংকে কর্মরত...

“দুর্গাপূজা যাতে সবাই মিলেমিশে আনন্দে উদযাপন করতে পারে, সেটাই আমাদের মিশন”

পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি শুনেছি৷ আমি...

খাগড়াছড়িতে অবরোধে অচল জনজীবন, ১৪৪ ধারা বহাল

পাহাড়ি কিশোরী ধর্ষণের ঘটনায় উত্তাল খাগড়াছড়ি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির...

আরও পড়ুন

খাগড়াছড়িতে নিহত তিনজনের পরিচয় জানালো পুলিশ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় চলমান বিক্ষোভ ও সহিংসতায় গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা এবং বয়স ২০ থেকে ২২ বছরের...

কক্সবাজার সৈকত থেকে নানা অভিযোগে আটক ৯

কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ ৯ জনকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ।সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্ট থেকে...

“ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই”

চট্টগ্রামে ব্যাংকারদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং ইসলামী ব্যাংকে কর্মরত প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করার চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর)...

“দুর্গাপূজা যাতে সবাই মিলেমিশে আনন্দে উদযাপন করতে পারে, সেটাই আমাদের মিশন”

পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি শুনেছি৷ আমি দেখি নাই৷ সুনির্দিষ্ট বিষয়ে চট্টগ্রাম সফরে এসেছি। দুর্গাপূজা যাতে সবাই মিলেমিশে উৎসব আনন্দে উদযাপন করতে...