বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

নেদারল্যান্ড প্রতিনিধি দলের বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

বিএম কন্টেইনার ডিপো লিমিটেড পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুরে সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর অত্যাধুনিক সুবিধাসমূহ ঘুরে দেখেন এবং নিরাপত্তা, সুরক্ষা ও কার্যক্ষমতার ক্ষেত্রে বিশ্বমান বজায় রাখার জন্য ডিপোর প্রতিশ্রুতির ভুয়সী প্রশংসা করেন। তাঁদের এই সফর নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

ডিপো পরিদর্শনকালে নেদারল্যান্ডের প্রতিনিধির দলের মধ্যে ছিলেন, দোরল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর থিজ ওয়াউডস্ট্রা, নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির বাংলাদেশ ও ভারতের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট কোচ মিস নাদিয়া ভ্যান ডি ওয়েম এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক সিনিয়র উপদেষ্টা মিস মননুজান খানম।

এসময় প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাইনুল আহসান ডিপোর কৌশলগত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসাডর থিজ ওয়াউডস্ট্রা বলেন, বিএম কন্টেইনার ডিপো লিমিটেড যে উচ্চমান বজায় রেখেছে, তা আমাদের মুগ্ধ করেছে। উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও স্বয়ংক্রিয় কার্যক্রমের সংযোজন লজিস্টিকস ও বাণিজ্য সুবিধাকরণে একটি অগ্রগামী দৃষ্টিভঙ্গির পরিচায়ক।

বিএম কনটেইনার ডিপো লিমিটেডের ব্যবস্থাপনা পরিদর্শনের জন্য সফররত প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএম ডিপো কর্তৃপক্ষ জানায়, বিএম কন্টেইনার ডিপো লিমিটেড বাংলাদেশের বাণিজ্য ও লজিস্টিকস খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের রপ্তানি পণ্যের একটি বড় অংশ পরিচালনা করছে। নেদারল্যান্ডস প্রতিনিধি দলের এই পরিদর্শন দুই দেশের মধ্যে টেকসই বাণিজ্য অনুশীলন ও লজিস্টিকস প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতাকে আরও জোরদার করবে।

বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিশ্বমানের কন্টেইনার হ্যান্ডলিং ও ডিপো কার্যক্রম বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিএম ডিপোর প্রতি নেদারল্যান্ডস প্রতিনিধি দলের স্বীকৃতি আমাদের আরও উদ্ভাবনী ও উৎকর্ষতা বৃদ্ধির অনুপ্রেরণা জোগাবে। এই সফর নেদারল্যান্ডস-বাংলাদেশ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতা ও যৌথ উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো.মহিউদ্দিনকে (২৭)...

ইপিজেডে বিপুল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ 

চট্টগ্রাম নগরীর ইপিজেডে ১৬৮ লিটার বিদেশি মদসহ মোঃ সবুজ...

চট্টগ্রামে আইনশৃঙ্খলা ও কৃষি খাত নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি খাতের অগ্রগতি ও...

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা এবং রোমান ক্যাথলিক গির্জার...

অর্থনৈতিক সংস্কারে বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারের...

চলচ্চিত্র শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ...

আরও পড়ুন

বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো.মহিউদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার করলডেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার...

চট্টগ্রামে আইনশৃঙ্খলা ও কৃষি খাত নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি খাতের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ...

অর্থনৈতিক সংস্কারে বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারের ফলে দেশের বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি অর্থনৈতিক ও ম্যানুফ্যাকচারিং...

কাজ করার সময় রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাজমিস্ত্রির

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু নাছের (২৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত আবু নাছের একই এলাকার আবদুল কাদেরের দ্বিতীয় ছেলে বলে জানা গেছে।বুধবার (২৩ এপ্রিল)...