চট্টগ্রামে ব্যাংকারদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং ইসলামী ব্যাংকে কর্মরত প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করার চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর জামালখান প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পটিয়া উপজেলা জামায়াত নেতা ডা. ফরিদুল আলম সমাবেশে বলেন, “এটা আমাদের বাঁচা-মরার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততে হবে। ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতে ইসলামীর এখন কোনো সংযোগ নেই। কিন্তু গভর্নরের চাপ প্রয়োগে ব্যাংকারদের চাকরিচ্যুত করার মতো কাজ আমরা হতে দিতে পারি না। চট্টগ্রামের আমাদের সন্তানরা বেকার হয়ে যাবে—এটা মেনে নেওয়া যায় না। তাই সকল রাজনৈতিক দলকে একসাথে কাজ করতে হবে।”
চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. এমদাদুল হাসান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অন্তর্বর্তী সরকারকে সময় দিয়েছি। কিন্তু একটি মহল সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র করছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে চাকরি ছেড়ে ব্যাংকাররা আন্দোলনে শামিল হয়েছিলেন। আজ তাদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্রসেনার সাবেক সভাপতি নেজামুল করিম সুজন বলেন, “বৈষম্যের বাংলাদেশে আমরা আর বৈষম্য চাই না। আমাদের চাকরি যেন ফিরিয়ে দেওয়া হয়। সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানাই—আমাদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করুন।”
সমাবেশে চাকরিচ্যুত এক ব্যাংক কর্মকর্তা বলেন, “এ পর্যন্ত আমাদের ২০০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। কাউকে শাখা থেকে বের করে দেওয়া হচ্ছে, আবার কাউকে বলা হচ্ছে ক্ষমা চেয়ে আবেদন দিতে। এরপর নাকি নতুন করে পরীক্ষা দিয়ে চাকরিতে ফিরতে হবে। এটা অন্যায় ও অমানবিক।”
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ইসলামী ব্যাংক পিএলসির প্রায় ৫ হাজার ৫০০ কর্মকর্তা হাইকোর্টের নির্দেশ অমান্য করে আয়োজিত একটি নিয়োগ পরীক্ষা বয়কট করার পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পরীক্ষায় অংশ না নেওয়া কর্মকর্তাদের শাখা থেকে মব তৈরি করে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে।
আর এইচ/