চকরিয়া পৌরশহরে হকার মার্কেটে সিলিন্ডার থেকে লাগা আগুনে ফার্নিচারের গুদামসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে করে আমান উল্লাহ,মোক্তার হোসেন, নাজেম উদ্দিন নামে তিন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়।
বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) সকাল ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবী ব্যবসায়ী নাজেম উদ্দিনের।
নাজেম উদ্দিন বলেন,আগুন আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। এ দোকান দিয়ে তার পরিবার চলত।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জেপি দেওয়ান।