আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার ( ১৬ মার্চ) বিকালে উপজেলার বরুমচড়া হাইড্রোলিক এলিভেটর ড্যাম ও ভরার চর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।
এ বিষয়ে তিনি বলেন, অবৈধ বালি উত্তোলন করায় ২ মামলায় অর্থদণ্ড দেওয়া হয়েছে। নদী ভাঙনরোধ ও অসাধু বালু ব্যবসায়ীদের রুখতে এ অভিযান অব্যাহত থাকবে।
আর এইচ/