পেকুয়ায় সৌদি প্রবাসীর বাড়ী থেকে ১ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা নগদ ২লক্ষ টাকা নিয়ে যায় সংঘবদ্ধ চুরের দল।
বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ডিসি রোড এলাকায় সৌদি প্রবাসি আহছান উল্লাহ এর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাড়িতে লোকজন না থাকার সুবাধে আগে থেকে পরিকল্পিত ভাবে উৎপেতে থাকা এলাকার চিহ্নিত কিছু দুর্বৃত্তরা লোহার গ্রীল কেটে ও ঘরের দরজার তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও দামি পোষাক চুরি করে নিয়ে যায়। এসময় তারা ঘরের আসবাবপত্রও ভেঙে ফেলে।
সৌদি প্রবাসি আহছান উল্লাহ দীর্ঘ দিন ধরে পেকুয়া সদরের ডিসি রোড এলাকায় বসবাস করে আসছিল। এর আগেও তার বাড়িতে আরো দুই বার চুরের দল হানা দিয়েছিল।
ক্ষতিগ্রস্ত পরিবার জানান, এই এলাকায় চিহ্নতি চুরের দলের কারণে প্রতিনিয়ত আমরা এ ধরণের লুটপাট এর স্বীকার হয়ে আসছি দীর্ঘদিন ধরে। আমরা প্রশাসন এর সহযোগীতা কামনা করছি।