Monday, 18 November 2024

সুন্দরবনের ৬৬৫ স্পটে বসছে জোড়া ক্যামেরা

আগামী পহেলা জানুয়ারি থেকে ক্যামেরা স্থাপনের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো সুন্দরবনে বাঘ,হরিণ এবং শূকর গণনার জন্য ৬৬৫টি স্পটে বসানো হচ্ছে জোড়া ক্যামেরা। আগামী পহেলা জানুয়ারি থেকে ক্যামেরা স্থাপনের কাজ শুরু হবে। 

গত ২৩ মার্চ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ‘সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দেয়। যার মোট ব্যয় ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে শুধু বাঘ শুমারি খাতে ব্যয় ধরা হয় ৩ কোটি ২১ লাখ টাকা।

সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প পরিচালক ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, প্রকল্পের আওতায় এবার বাঘ শুমারির পাশাপাশি হরিণ ও শূকর শুমারি করা হবে। এই প্রকল্পের দুটি বিষয় রয়েছে। এরমধ্যে একটি ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে গণনা, আরেকটি হচ্ছে খাল সার্ভে। প্রাথমিকভাবে বনের খালের দুইপাশে জরিপের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে বাঘের গতিবিধি ও পায়ের ছাপ লক্ষ্য করার কাজ শুরু করা হয়েছে। আর গণনার জন্য ক্যামেরা বসানোর কাজ আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে। ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে দুই বছর আমরা ছবি তুলব। এরপর সেসব ছবি এ্যানালাইসিস করে বাঘের সংখ্যা নির্ধারণ করব।

তিনি বলেন, আমাদের টেকনিক্যাল কমিটি সুন্দরবনের মোট ৬৬৫টি স্পটে ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে সাতক্ষীরা রেঞ্জে ২০০টি, খুলনা রেঞ্জে ১৪০টি, শরণখোলা রেঞ্জে ১৮০টি, চাঁদপাই রেঞ্জে ১৪৫টি। প্রতিটি গ্রিডে এক জোড়া ক্যামেরা বসানো হবে। সবমিলিয়ে ৬৬৫ গ্রিডে ১ হাজার ৩৩০টি ক্যামেরা বসানো হবে।

খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, অন্তত দুটি বাঘের গলায় স্যাটেলাইট কলার স্থাপনের মাধ্যমে মনিটরিং করা, বাঘের পরজীবীর সংক্রমণ ও অন্যান্য ব্যাধি এবং মাত্রা নির্ণয়, উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন আকারে প্রকাশ প্রকল্পটির কার্যক্রমের মধ্যে রয়েছে। এ ছাড়া সুন্দরবনে প্রায় প্রতিবছর আগুন লেগে বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। শুষ্ক মৌসুমে সুন্দরবনের যে অংশে আগুন লাগার প্রবণতা বেশি, সে জায়গায় দুটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ ও আগুন লাগলে যাতে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো যায়, সে জন্য আগুন নেভানোর যন্ত্রাংশ ও ড্রোন কেনা হবে। এর পাশাপাশি এই প্রকল্পের আওতায় আরও বেশকিছু কাজ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। বর্তমানে বিশ্বের ১৩টি দেশে ৩ হাজার ৮৪০টি বাঘ রয়েছে। ২০১৮ সালের জরিপ অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১১৪টি।

সর্বশেষ

বান্দরবানে জামায়াতুল আনসারের ১০ সদস্য মুক্ত

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত জামায়াতুল আনসার ফিল...

৬ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ছয় দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি...

মোবাইলে ‘এলাকার বাদশা’ পরিচয়ে ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি, গুম ও খুনের হুমকি

প্রায় এক মাস ধরে দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়ের অন্যতম স্থান...

নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইলেন উপদেষ্টা নাহিদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন,...

ডেঙ্গুর আগ্রাসনে জনজীবন বিপর্যস্ত

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ ধারণ করছে। গত ২৪...

ডেভিস কাপ খেলতে বাহরাইন যাচ্ছে বাংলাদেশ টেনিস দল

বাহরাইন টেনিস ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘২০২৪ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া...

আরও পড়ুন

নগরের ওমরগণি এমইএস কলেজে উত্তেজনা

চট্টগ্রাম নগরের ওমরগণি এমইএস কলেজে ছাত্রদল নেতাদের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।সোমবার (১৮ নভেম্বর)...

আনোয়ারায় অগ্নিকাণ্ড : নিঃস্ব ৬ পরিবার

আনোয়ারা উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ পরিবারের বসতঘর ভস্মিভূত হয়েছে। এতে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে ‌পরিবার গুলো ।সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন...

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ১৮ জন উপজাতি

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পৌরসভার ৮নং ওয়ার্ড কোচপাড়া সিরাতুল মোস্তাকিম কাফেলার তত্ত্বাবধানে ১৮ জন উপজাতি (ত্রিপুরা) সদস্য তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।সোমবার...

পিতা-মাতার শ্মশানে বাতি দেওয়া হলো না অবিনাশের 

বাঁশখালীতে  অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত নাম অবিনাশ ধর (৭৫ ) । আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১১টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া...