প্রথমবারের মতো সুন্দরবনে বাঘ,হরিণ এবং শূকর গণনার জন্য ৬৬৫টি স্পটে বসানো হচ্ছে জোড়া ক্যামেরা। আগামী পহেলা জানুয়ারি থেকে ক্যামেরা স্থাপনের কাজ শুরু হবে।
গত ২৩ মার্চ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ‘সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দেয়। যার মোট ব্যয় ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে শুধু বাঘ শুমারি খাতে ব্যয় ধরা হয় ৩ কোটি ২১ লাখ টাকা।
সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প পরিচালক ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, প্রকল্পের আওতায় এবার বাঘ শুমারির পাশাপাশি হরিণ ও শূকর শুমারি করা হবে। এই প্রকল্পের দুটি বিষয় রয়েছে। এরমধ্যে একটি ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে গণনা, আরেকটি হচ্ছে খাল সার্ভে। প্রাথমিকভাবে বনের খালের দুইপাশে জরিপের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে বাঘের গতিবিধি ও পায়ের ছাপ লক্ষ্য করার কাজ শুরু করা হয়েছে। আর গণনার জন্য ক্যামেরা বসানোর কাজ আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে। ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে দুই বছর আমরা ছবি তুলব। এরপর সেসব ছবি এ্যানালাইসিস করে বাঘের সংখ্যা নির্ধারণ করব।
তিনি বলেন, আমাদের টেকনিক্যাল কমিটি সুন্দরবনের মোট ৬৬৫টি স্পটে ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে সাতক্ষীরা রেঞ্জে ২০০টি, খুলনা রেঞ্জে ১৪০টি, শরণখোলা রেঞ্জে ১৮০টি, চাঁদপাই রেঞ্জে ১৪৫টি। প্রতিটি গ্রিডে এক জোড়া ক্যামেরা বসানো হবে। সবমিলিয়ে ৬৬৫ গ্রিডে ১ হাজার ৩৩০টি ক্যামেরা বসানো হবে।
খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, অন্তত দুটি বাঘের গলায় স্যাটেলাইট কলার স্থাপনের মাধ্যমে মনিটরিং করা, বাঘের পরজীবীর সংক্রমণ ও অন্যান্য ব্যাধি এবং মাত্রা নির্ণয়, উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন আকারে প্রকাশ প্রকল্পটির কার্যক্রমের মধ্যে রয়েছে। এ ছাড়া সুন্দরবনে প্রায় প্রতিবছর আগুন লেগে বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। শুষ্ক মৌসুমে সুন্দরবনের যে অংশে আগুন লাগার প্রবণতা বেশি, সে জায়গায় দুটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ ও আগুন লাগলে যাতে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো যায়, সে জন্য আগুন নেভানোর যন্ত্রাংশ ও ড্রোন কেনা হবে। এর পাশাপাশি এই প্রকল্পের আওতায় আরও বেশকিছু কাজ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। বর্তমানে বিশ্বের ১৩টি দেশে ৩ হাজার ৮৪০টি বাঘ রয়েছে। ২০১৮ সালের জরিপ অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১১৪টি।