চট্টগ্রাম নগরের ওমরগণি এমইএস কলেজে ছাত্রদল নেতাদের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠান আয়োজন করতে গেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কোনো অনুমতি ছাড়াই ছাত্রদল নেতারা একটি অনুষ্ঠান শুরু করেন। এতে সাধারণ শিক্ষার্থীরা আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে ছাত্রদল নেতারা তাদের মারধর করে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ডিউটি অফিসার বলেন , পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এ ঘটনার ফলে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।