বান্দরবান কেন্দ্রীয় মসজিদ এলাকায় হারিয়ে যাওয়ার আট মাস পর মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধারের পর বৃহস্পতিবার( ১ ডিসেম্বর) রাতে ফোনের মালিকের হাতে এটি হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, বান্দরবান জেলার চট্টগ্রাম নিউজ ডটকম প্রতিনিধি মোঃ জুয়েল হোসাইন গত ৩ এপ্রিল ২০২২ রবিবার একটি স্মার্ট ফোন হারিয়ে ফেলেন । এর পর দিন ৪ এপ্রিল থানায় মোহাম্মদ জুয়েল হোসাইন একটি সাধারণ ডাইরি করেন।এরপর ঘটনাটি তদন্তভার পান থানার বান্দরবান সদর থানায় এস আই কায়সার।
তদন্তকারী কর্মকর্তা ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গতকাল ৩০ নভেম্বর বান্দরবান শহরের একটি সেলুন দোকানে জীবন দাশ নামে এক ব্যক্তির কাছে মোবাইলটির সন্ধান পান। ফোনটি ওই ব্যক্তি রাস্তায় খুড়িয়ে পাই । তিনি তার ব্যবহৃত রেজিস্ট্রেশনকৃত একটি সীমকার্ড দিয়ে ফোনটি ব্যবহার করছিলেন।
পরে পুলিশের চ্যালেঞ্জের মুখে পড়লে প্রকৃত মালিকের তথ্যের সত্যতার ভিত্তিতে ফোন দিয়ে দেন । এরপর বৃহস্পতিবার রাতে ফোনটি জুয়েল হোসাইনের হাতে থানা কর্তৃপক্ষ হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম ও বান্দরবান সদর থানায় এস আই কায়সার।
ওসি শহিদুল ইসলাম জানান, প্রায় আট মাস পরে হলেও হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধারের পর মালিককে দেওয়া সম্ভব হয়েছে। এই বিষয়ে এস আই কায়সারের পারদর্শিতার ভূয়সি প্রশংসা করেন তিনি।