রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম লিঃ) এবং বন্ধ হয়ে যাওয়া কেআরসি মিল পরিদর্শন করেছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর চেয়ারম্যান শাহ মোঃ ইমদাদুল হক ।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকালের দিকে তিনি পরিদর্শনে আসেন।
এ সময় তিনি কেপিএম এলাকায় একটি নতুন মিল স্থাপন এবং বন্ধ হয়ে যাওয়া কেআরসি মিল চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
পরিদর্শনকালে বিসিআইসির প্রধান প্রকৌশলী সুদীপ মজুমদার, কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার সরকার, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আক্তার হোসেন সহ মিলের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১৯৬০ সালে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরপরই ১৯৬৫ সালে কাপ্তাই এলাকাকে শিল্প জোন হিসেবে ঘোষণা করা হয়। পার্বত্যাঞ্চলের বিস্তৃত বনভূমি ও বৃক্ষরাজির ভান্ডার কাঁচামালের উৎস হিসেবে এ এলাকায় কাঠ ও বাঁশের উপর ভিত্তি করে গড়ে উঠতে থাকে এসব শিল্প কারখানা। ফলে এলাকায় শিল্পবিপ্লব ঘটতে শুরু করে। গড়ে ওঠে কাপ্তাই কর্ণফুলি কাঠ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ ইউনিট, কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স, ইস্টার্ন টিম্বার লিমিটেড, শীলছড়ি ইস্টার্ন টিম্বার এন্ড প্লাপউড ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড, লেমউড লিমিটেড ইত্যাদি অসংখ্য ছোট বড় বেসরকারি শিল্প কারখানা।
এসব শিল্প কারখানা ও কাপ্তাই জলবিদুৎ কেন্দ্র স্থাপনের আগেই ১৯৫৩ সালে এশিয়ার বিখ্যাত কর্ণফুলী কাগজকল এবং কর্ণফুলী রেয়ন অ্যান্ড কেমিক্যালস্ লিমিটেড স্থাপিত হয়। এছাড়া কর্ণফুলী পেপার ও রেয়ন মিল স্থাপনের উদ্দেশ্যে চন্দ্রঘোনা এলাকায় সর্বপ্রথম স্বয়ংক্রিয় মেশিনে ইট তৈরির একটি কারখানা প্রতিষ্ঠা করা হয়। এদিকে কাপ্তাই হ্রদ পথে যোগাযোগ সৃষ্টি এবং দুর্গম পাহাড়ি এলাকা হতে যান্ত্রিক ও প্রাকৃতিক উপায়ে আহরণকৃত কাঠ, বাঁশ কারখানাগুলোর কাঁচামাল হিসেবে যোগান দেয়াসহ কারখানায় নিয়োজিত মানুষের পদভারে কাপ্তাই পরিণত হয় কর্মচঞ্চল এলাকায়। কাপ্তাই এলাকায় গড়ে ওঠা কাঠভিত্তিক শিল্প-কারখানাগুলোর উৎপাদিত পণ্যসামগ্রী এবং বাঁশ ও গাছের উপর ভিত্তি করা কর্ণফুলী পেপার মিলের কাগজসহ রেয়ন মিলে উৎপাদিত পণ্য জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। পাকিস্তান আমলে বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারী নিয়ে কলকারখানাগুলো পুরোদমে চালু এবং ব্যাপক হারে মুনাফা অর্জনে সক্ষম হয়।
কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর হতে নানা অনিয়ম, বিশৃংঙ্খল পরিস্থিতি সৃষ্টিসহ প্রশাসনিক অদক্ষতা, অসহযোগিতার কারণে এসব কারখানায় নানান সমস্যা দেখা দেয়। লোকসান প্রতিষ্ঠান হিসেবে অথবা তৎকালীন সরকারি ভ্রান্তনীতির কবলে পড়ে একে একে শিল্প কারখানাগুলো বন্ধ হতে থাকে। আশির দশকে শীলছড়িতে অবস্থিত একেখান পাল্পউড লিমিটেড, ইস্টার্ন টিম্বার অ্যান্ড প্লাপউড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রুবি পাল্পউড লোকসানের কারণে বন্ধ হয়ে যায়। ১৯৯২-৯৩ সালে চন্দ্রঘোনায় অবস্থিত স্বয়ংক্রিয় মেশিনে ইট তৈরির কারখানাটি অজ্ঞাত কারণে বন্ধ করে দেয়া হয়। এরপর ২০০২ সালের ১৫ ডিসেম্বর কর্ণফুলী রেয়ন অ্যান্ড কেমিক্যালস্ (কেআরসি) লিমিটেড বন্ধ করে দেয়া হয়। ২০০৪ সালের ৩১ মার্চ কাপ্তাই বিএফআইডিসির আওতাধীন সংগ্রহ ও বিক্রয় প্রতিষ্ঠান (পিএসও) পে-অফের মাধ্যমে বন্ধ হয়ে যায়। ২০০৫ সালের ৩১ মার্চ বিএফআইডিসির নিয়ন্ত্রণাধীন কর্ণফুলী কাঠ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ ইউনিটকে পে-অফের মাধ্যমে বন্ধ করে দেয়া হয়।