বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

এজলাসে দাঁড়িয়ে কামরুল: ‘এই দিন দিন না, আরও দিন আছে’

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তারের পর আজ আদালতে তোলা হয়। এসময় এজলাসে দাঁড়িয়ে আইনজীবীদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে তাকে তোলা হয়। এ সময় কামরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

মামলার শুনানির সময় পুলিশ জানায়, গত ১৯ জুলাই নিউমার্কেটে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি চালানোর ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশের দাবি, এ ঘটনায় কামরুল ইসলাম সরাসরি জড়িত ছিলেন এবং তার ইন্ধনেই গুলি চালানো হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত কামরুল ইসলামের কাছে জানতে চান কিছু বলবে কিনা। এ সময় কামরুল ইসলাম জানান, যে এলাকার ঘটনা তিনি সেখানকার এমপিও না। শুধু শুধু হয়রানির উদ্দেশ্যে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।

শুনানির সময় বিচারকের কাছে নিজ বক্তব্যে কামরুল ইসলাম বলেন, “আমার জুনিয়র আইনজীবীরা আজ আমাকে নিয়ে যা বললেন, এই দিন দিন না আরও দিন আছে।” তার এই মন্তব্য আদালতে উপস্থিত বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। তারা চিৎকার করে এর প্রতিবাদ জানান।

পুলিশের পক্ষে রিমান্ডের আবেদন করা হলে আসামিপক্ষ তা প্রত্যাখ্যান করে কামরুল ইসলামকে নির্দোষ দাবি করেন এবং জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় কামরুল ইসলামকে। এর আগে গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলি চালানো হয়। এতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। নিহতের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিলে উসকানিমূলক বক্তব্য ও নির্দেশে গুলি চালানো হয়। এতে নিরপরাধ ছাত্র, পথচারী ও ব্যবসায়ীরা আহত হন। আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মামলার এজাহার অনুযায়ী, কামরুল ইসলাম সেই সময় ধানমন্ডি ও এর আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার উসকানিতে নিরীহ মানুষের ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ করেছে পুলিশ।

সাবেক খাদ্যমন্ত্রীর হুমকিমূলক বক্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। রিমান্ডে থাকা অবস্থায় তার এই বক্তব্য মামলার তদন্তে কী প্রভাব ফেলে, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে পুড়লো ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ প্রবালক্ষীর ঘর 

 মিরসরাইয়ে পূর্ব মসজিদিয়া ত্রিপুরা পাড়ায় অগ্নিকান্ডে একটি ঘর পুড়ে...

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বাংলাদেশের জাতীয় পতাকা কে অবমাননা করা মানে মুক্তিযুদ্ধের বীর...

শাহ আমানত বিমানবন্দরে ৪২ হাজার ডলার সমান রিয়াল, দিরহামসহ যাত্রীকে আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার...

সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকে একচুলও ছাড় নয়: হাসনাত আব্দুল্লাহ 

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে একচুলও ছাড় দিতে...

লোহাগাড়ায় অস্ত্রের মুখে ৪ বসতঘরে ডাকাতি

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রের মুখে চারটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।...

’বাংলাদেশ আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা করবো’

হিন্দুস্তান যতই উস্কানি দেখ বাংলাদেশে আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা...

আরও পড়ুন

হাসিনা ও মমতার ইন্ধনে আগরতলা হাইকমিশনে হামলা

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা...

কক্সবাজারে প্রতিবন্ধী দিবসে উপকরণ বিতরণ

অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ,বিকশিত নেতৃত্ব এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" এ প্রতিপাদ্যে কক্সবাজারে মঙ্গলবার ৩ ডিসেম্বর পালিত হয়েছে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬...

হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কা, বাবা-ছেলে রিমান্ডে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনার মামলায় আসামি বাবা-ছেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন...

ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা...