Tuesday, 19 November 2024

এজলাসে দাঁড়িয়ে কামরুল: ‘এই দিন দিন না, আরও দিন আছে’

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তারের পর আজ আদালতে তোলা হয়। এসময় এজলাসে দাঁড়িয়ে আইনজীবীদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে তাকে তোলা হয়। এ সময় কামরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

মামলার শুনানির সময় পুলিশ জানায়, গত ১৯ জুলাই নিউমার্কেটে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি চালানোর ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশের দাবি, এ ঘটনায় কামরুল ইসলাম সরাসরি জড়িত ছিলেন এবং তার ইন্ধনেই গুলি চালানো হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত কামরুল ইসলামের কাছে জানতে চান কিছু বলবে কিনা। এ সময় কামরুল ইসলাম জানান, যে এলাকার ঘটনা তিনি সেখানকার এমপিও না। শুধু শুধু হয়রানির উদ্দেশ্যে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।

শুনানির সময় বিচারকের কাছে নিজ বক্তব্যে কামরুল ইসলাম বলেন, “আমার জুনিয়র আইনজীবীরা আজ আমাকে নিয়ে যা বললেন, এই দিন দিন না আরও দিন আছে।” তার এই মন্তব্য আদালতে উপস্থিত বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। তারা চিৎকার করে এর প্রতিবাদ জানান।

পুলিশের পক্ষে রিমান্ডের আবেদন করা হলে আসামিপক্ষ তা প্রত্যাখ্যান করে কামরুল ইসলামকে নির্দোষ দাবি করেন এবং জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় কামরুল ইসলামকে। এর আগে গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলি চালানো হয়। এতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। নিহতের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিলে উসকানিমূলক বক্তব্য ও নির্দেশে গুলি চালানো হয়। এতে নিরপরাধ ছাত্র, পথচারী ও ব্যবসায়ীরা আহত হন। আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মামলার এজাহার অনুযায়ী, কামরুল ইসলাম সেই সময় ধানমন্ডি ও এর আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার উসকানিতে নিরীহ মানুষের ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ করেছে পুলিশ।

সাবেক খাদ্যমন্ত্রীর হুমকিমূলক বক্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। রিমান্ডে থাকা অবস্থায় তার এই বক্তব্য মামলার তদন্তে কী প্রভাব ফেলে, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা।

সর্বশেষ

শেখ রাসেল’ পার্কের নাম বদলে হচ্ছে শহীদ ওয়াসিম পার্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে করা হয়েছে...

চান্দগাঁওতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার 

নগরীর চান্দগাঁও থানার অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার ...

চান্দগাঁওতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

 নগরীর চান্দগাঁও থানার অভিযানে ৩  আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার...

শিক্ষার্থী হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

ঢাকা মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী নূরুল আমিন তপু হত্যা...

অর্থনীতিতে বড় অর্জন: ডিসেম্বরে আসছে ১.১ মিলিয়ন ডলার ঋণ

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ১১০০ মিলিয়ন ডলার ঋণ...

সরকার চেষ্টা করছে নির্ভুল পাঠ্যবই বের করার: উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায়

প্রাথমিক ও গণ শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডা. বিধান রঞ্জন...

আরও পড়ুন

শেখ রাসেল’ পার্কের নাম বদলে হচ্ছে শহীদ ওয়াসিম পার্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে করা হয়েছে নগরের আমবাগান  এলাকায় অবস্থিত পার্কের নাম।যার পূর্ব নাম ছিলো ‘শেখ রাসেল’ পার্ক। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে...

চান্দগাঁওতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার 

নগরীর চান্দগাঁও থানার অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার  পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃ হলেন, মোহাম্মদ...

চান্দগাঁওতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

 নগরীর চান্দগাঁও থানার অভিযানে ৩  আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সাকিব (২২),মোঃ রমজান আলী...

শিক্ষার্থী হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

ঢাকা মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী নূরুল আমিন তপু হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারক মাসুদ করিম...