চকরিয়ায় জমজম হাসপাতাল থেকে হুমায়ুন কবির নামে একজন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) বেলা ১ টার সময় চকরিয়ার সহকারী কমিশনার( ভুমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত-উজ-জামানের নেতৃত্বে চকরিয়া জমজম হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে এ তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার হুমায়ুন কবির(৪০) মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার ভিটি হোগলা টরকী চর গ্রামের মোহাম্মদ দিদারুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে চকরিয়া জমজম হাসপাতালে ডাক্তার সেজে প্রতারণা করে আসছিল। তার সকল একাডেমিক সনদ হচ্ছে ভূঁয়া।
চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উজ-জামান বলেন, আমরা আজ বেলা ১ টার সময় চকরিয়া জমজম হাসপাতালে অভিযান চালিয়ে হুমায়ুন কবির নামে একজন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করি।তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০০ টাকা জরিমানা করি।জরিমানা অনাদায়ে তাকে আরো অতিরিক্ত ১৫ দিনের কারাদণ্ড প্রদান করি।তিনি আরো বলেন, এ অভিযান সব অব্যাহত থাকবে।