কক্সবাজারের পেকুয়ায় আমেনা বেগম (৬৫) এক মহিলার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
আমেনা বেগম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পেকুয়া থানা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা পৃথকভাবে তদন্ত করছেন।
মগনামা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। যতটুকু জেনেছি মহিলাটি মানসিক বাক প্রতিবন্ধী।
স্থানীয়রা জানিয়েছেন ১৫-২০ দিন ধরে ওই মহিলাকে ঘুরাফেরা করতে দেখেছে। অসুস্থ হয়ে হয়তো মারা গেছেন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো.ফরহাদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ ও সিআইডি তদন্ত করছেন। মরদেহের আঙুলের চাপ নিয়ে চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।