ফটিকছড়িতে ধুরুং খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কাউছার নামে ১৪ বছর বয়সী কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত কিশোর ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের ৮ নং ওয়ার্ডের সিরাজ মিস্ত্রির বাড়ির আব্দুল খালেদের পুত্র।
আরো পড়ুন:ফটিকছড়িতে খালে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ
উল্লেখ্য , শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে স্থানীয় দুই কিশোর পাশ্ববর্তী ধুরুং খালে গোসল করতে যায়। দুইজন একত্রে পানিতে ডুব দেয়ার পর এক পর্যায়ে কাউছার চিৎকার দিয়ে জানায় কে যেন তার পা ধরে টানছে।
বিষয়টি সাথে সাথে সঙ্গে থাকা অপর কিশোর দৌড়ে গিয়ে পরিবারকে জানায়। তৎক্ষণাৎ পরিবারের লোকজন এসে খোঁজাখুজি করতে থাকে। পরে হদিস না পেযে ফটিকছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা ধরে অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির দল মৃত অবস্থায় কাউছারের লাশ উদ্ধার করে।